weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল, কয়েক মিনিট পর চালু

প্রকাশ : ২১-০৭-২০২৫ ১১:৩৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে আটকে গিয়েছিল।

সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেন আটকে যাওয়ার পর যাত্রীরা নেমে পড়েন। অবশ্য পাঁচ থেকে ছয় মিনিট পর ট্রেন আবার চলতে শুরু করে।

মিরপুর থেকে আসা এক যাত্রী বলেন, বিজয় সরণির মোড় ঘুরতেই শব্দ করে ট্রেনটির বেশির ভাগ আলো বন্ধ হয়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থাও বন্ধ হয়ে যায়। এ অবস্থাতেই ট্রেনটি ফার্মগেট স্টেশন পর্যন্ত আসে। সেখানে যাত্রী ওঠানো-নামানো হয়। এরপর ট্রেনটি আর চলেনি। কিন্তু এ সময়ে ট্রেনের আলো ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ ছিল। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান।

ওই যাত্রী আরো বলেন, ট্রেনে এসব সমস্যা হলেও এর ঘোষণা দেওয়া হয়নি। অবশ্য মিনিট কয়েক পর ট্রেন চলতে শুরু করে।

সোমবার সকাল ১০টায় মেট্রোরেল পেসেঞ্জার কমিউনিটি নামে ফেসবুক পোস্টে ফাহিম ফরায়েজি নামের এক যাত্রী লিখেছেন, কয়েকদিন আগে একটি পোস্ট করেছিলাম, উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন বিজয় সরণি স্টেশন পার হওয়ার পর চলন্ত অবস্থায় কয়েক মিলিসেকেন্ডের জন্য ব্রেক করে আবার চলতে শুরু করে। এতে ট্রেনে হঠাৎ ঝাঁকুনি হয়। আর যাত্রীদের একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। এসি বন্ধ হয়ে যায় এবং ট্রেনের লাইট অফ হয়ে যায়।

তিনি আরো লেখেন, অনেক যাত্রী এমন সমস্যা দেখেছেন বলে ওই পোস্টে কমেন্ট করেন। কিন্তু বেশিরভাগ লোক পোস্ট না বুঝেই সবজান্তার মতো বুলি আওড়াতে থাকেন। পাবলিকের অতি জ্ঞানী কথাবার্তায় বিরক্ত হয়ে পোস্ট ডিলিট করতে বাধ্য হই।

ফাহিম ফরায়েজি আরো লিখেছেন, অতঃপর আজকের কাহিনী ভিডিওতে দেওয়া আছে। আজকে কোনো মন্তব্য নেই আমার, যাত্রীরা কী বলছে, সাউন্ড বাড়িয়ে শুনুন।

পরে তিনি একটি ভিডিও পোস্ট করেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী বলেন, কিছু সমস্যার কারণে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল বন্ধ ছিল। এটি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। তবে এটি সাময়িক। পাঁচ মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু