বনানীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রকাশ : ২৫-০৫-২০২৫ ১২:০৫

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, রবিবার (২৫ মে) সকাল ৯টার দিকে বনানী কাকলি মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ওসি রাসেল সরোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
বনানী ট্রাফিকের সার্জেন্ট সাগর কুমার ঘোষ জানান, এবিসি কোম্পানির রেডিমিক্স গাড়ির চাপায় তারা মারা যান। গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক। ফায়ার সার্ভিস ও বনানী থানা পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com