weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে সিসা লাউঞ্জে বন্ধুর চাকুর আঘাতে যুবকের মৃত্যু

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ১৬:৩২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীর একটি সিসা লাউঞ্জে বন্ধুর চাকুর আঘাতে রাহাত হোসেন রাব্বী (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মুন্না পলাতক। অভিযোগ রয়েছে, তারা প্রায়ই ওই সিসা লাউঞ্জে যেতেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত ‘৩২ ডিগ্রি’ নামক সিসা লাউঞ্জে এ ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সিসা লাউঞ্জের দুই তলার সিঁড়িতে রাব্বীকে চাকু দিয়ে আঘাত করেন মুন্না। পরে রাব্বীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পর থেকে মুন্না পলাতক। তাকে আটকে অভিযান চলছে।

এদিকে নিহতের চাচা ইব্রাহিম খলিল দাবি করেছেন, রাহাত হোসেন রাব্বীর ওয়াইফাইয়ের ব্যবসা ছিল। পাশাপাশি তিনি ঠিকাদারিও করতেন। তার বন্ধু অভিযুক্ত মুন্না মোহাম্মদপুর থেকে রাব্বীর কাছে কাছে আসতেন। মুন্নাসহ পাঁচ-ছয় জন ছুরিকাঘাত করে রাব্বীকে হত্যা করেছে বলে দাবি ইব্রাহিম খলিলের।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি ১১০০ ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি ১১০০ চার বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস চার বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি বৈঠক শেষে কী বললেন ট্রাম্প ও পুতিন বৈঠক শেষে কী বললেন ট্রাম্প ও পুতিন