weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডে কাস্টিং কাউচের শিকার হন পুরুষও: প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশ : ০১-০২-২০২৫ ১১:৪২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরু তার মডেলিং দিয়ে। তারপর স্টার কিডদের ভীড়ে বলিউডে নিজের জায়গা করে নেন প্রিয়াঙ্কা চোপড়া। একটা সময় পর হলিউড পাড়ি দেন, তৈরি করেন নিজের জায়গা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। শুধু তাই নয় তিনি বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে জানান এখানে শুধু নারী নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্তার শিকার।

পুরোনো এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। তিনি সেই বিষয়ে বলেন, ‘আমি খুবই উদ্ধত। লোকজন আমায় একটু ভয় পায়। আমি যখন কোথাও প্রবেশ করি চেষ্টা করি কেউ যেন আর সেখানে খাপ না খুলতে পারে।’

‘আমাকেও একটা সময় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কেউ একজন অন্য কাউকে সুপারিশ করেছিল। আমি একটা ছবিতে সাইন করার পর তার প্রেমিকাকে সুপারিশ করা হয়।’

তার কথায়, ‘সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।’ প্রিয়াঙ্কা আরো জানিয়েছিলেন তার সেই পরিস্থিতিতে কিছু করার ছিল না।

প্রিয়াঙ্কা চোপড়া সেখানেই জানিয়েছিলেন যে শুধু নারীরা নন, পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। অভিনেত্রীর ভাষ্য, ‘নিম্নমানের এই মানুষগুলো যারা সদ্য সদ্য এসেছে তাদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে