weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রীর ভাইকে হত্যা, সিসিটিভিতে রোমহর্ষক দৃশ্য

প্রকাশ : ০৯-০৮-২০২৫ ১৬:২৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হঠাৎ করে এক রোমহর্ষক ঘটনায় ভাইকে হারালেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গাড়ি পার্কিংয়ের জায়গাকে কেন্দ্র করে খুনের শিকার হয়েছেন অভিনেত্রীর চাচাত ভাই আসিফ কুরেশি। ঘটনাটি ঘটেছে দিল্লির নিজামুদ্দিন এলাকায়। আসিফের বয়স হয়েছিল ৪২। ইতোমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করেছে খুনের সময় ব্যবহৃত অস্ত্র।

আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টায় আসিফ দুই ব্যক্তিকে তাদের বাইক গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। আসিফের বাড়ির ঠিক সামনেই তারা বাইকটি রেখেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়; যা নিয়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। পরে তারা এলাকা ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। এসেই পুনরায় আসিফকে হুমকি দিতে থাকেন। এতে এক পর্যায়ে বাগবিতণ্ডা শুরু এবং আসিফের ওপর অতর্কিত হামলা করে বসেন তারা। ধারালো অস্ত্র দিয়ে চলে এলোপাতাড়ি আঘাত। এ সময় হুমার ভ্রাতুষ্পুত্র বাধা দিতে যান। তবে শেষরক্ষা আর হয়নি।

সেখানকার সিসিটিভিতে ধরা পড়েছে এই রোমহর্ষক দৃশ্য। সেই সিসিটিভি ফুটেজ থেকেই পুরো ঘটনাটি স্পষ্ট হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। যার পরিপ্রেক্ষিতে হামলাকারীদের চিহ্নিত করতেও সমস্যা হয়নি।

এদিকে মর্মান্তিক এই দুঃসংবাদে দারুণভাবে ভেঙে পড়েছে কুরেশি পরিবার। এ নিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে অভিনেত্রী হুমা কুরেশি নিজেও। তবে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন হুমার বাবা সালিম কুরেশি।

তিনি বলেছেন, আমার ভাইপো শুধু ওদের স্কুটার সরাতে বলেছিল। এটা বলা তো কোনো অপরাধ নয়। তারপরও কেন জানি না, ওই দুটো ছেলে আমার ভাইপোকে মেরে ফেলল। এটি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা চাই, দ্রুত এই অপরাধীদের শাস্তির আওতায় আনা হোক।

প্রসঙ্গত, হুমা কুরেশির ভাই আসিফ দিল্লির জংপুরার নিজামুদ্দিন এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। মূলত তিনি একজন ব্যবসায়ী। সিনে দুনিয়ার সঙ্গে তেমন কোনো যোগাযোগ নেই। তবে হুমা কুরেশি ও তার সাকিব সালিমকে অভিনয়ের বিষয়ে সবসময় উৎসাহ দিয়ে এসেছেন। পারিবারিক আয়োজনগুলোতে তাদের সঙ্গে থাকার চেষ্টা সব সময় করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে