weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় কুরুলুস ওসমানের ৬ সিজন দেখা যাবে টফিতে

প্রকাশ : ১২-০৮-২০২৫ ২৩:৫৩

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে বাংলায়, ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে।

সম্প্রতি একটি চুক্তি করেছে টফি, যার মাধ্যমে সিরিজটির ছয়টি সিজন বাংলায় ডাব করে স্ট্রিম করা হবে। ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র জীবনকথা এবার বাংলাভাষী দর্শক উপভোগ করতে পারবেন।

টফিতে সিরিজটির ছয়টি সিজন বাংলায় ডাব করা হয়েছে, যেখানে ৫৩ জন বাংলাদেশি বাচিকশিল্পী কণ্ঠ দিয়েছেন। যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে দেখা যাবে এই ঐতিহাসিক ড্রামাটি।

কুরুলুস ওসমান হলো ‘দিরিলিস এরতুগ্রুল’-এর সিক্যুয়েল, যেখানে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র উত্থান, মঙ্গোল এবং বাইজান্টাইন শাসকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথচলা তুলে ধরা হয়েছে। সিরিজটিতে দেখা যায় কীভাবে সীমান্তে অবস্থিত এক ছোট গোত্রের নেতা হয়ে ওসমান ধীরে ধীরে একজন শক্তিশালী শাসকে পরিণত হন। যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা ও প্রেম— সব মিলিয়ে দর্শকদের জন্য রয়েছে অ্যাকশন ও আবেগে ভরপুর কাহিনী।

এতে ওসমান বে’র চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ওজচিভিত। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাগিপ সাভাশ (দুন্দার বে), ওজগে তোরের (বালা হাতুন), ইয়িলদিরাই শাহিনলার, সেরহাত কিলিচসহ আরো অনেকে।

সিরিজটি পরিচালনা করেছেন মেতিন গুনাই এবং প্রযোজনা করেছে বোজদাগ ফিল্ম। চিত্রনাট্য রচনা ও সামগ্রিক সৃজনশীল তত্ত্বাবধানে ছিলেন মেহমেত বোজদাগ— যিনি এর আগে ‘দিরিলিস এরতুগ্রুল’ নির্মাণ করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

বিশ্বের ৭৩টি দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে ‘কুরুলুস ওসমান’ সিরিজটি। আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ হিসেবে পেয়েছে পুরস্কার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেনসিডিলসহ ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার সপ্তাহ পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট সপ্তাহ পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা করলেন বিএনপি নেতা সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা করলেন বিএনপি নেতা সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত