weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ইসরায়েল-ইরান সংঘাত

বিপজ্জনক পরিস্থিতিতে বাড়ছে ক্ষয়ক্ষতির মাত্রা

প্রকাশ : ১৬-০৬-২০২৫ ১৬:৪২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘাতে। কয়েক মাস ধরে নানা ঘাত-প্রতিঘাতের পর এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে সামরিক উত্তেজনা এখন পূর্ণমাত্রায় বিস্ফোরিত হয়েছে।

সংঘাতের চতুর্থ দিনে, সোমবার (১৬ জুন), ইসরায়েলে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং তীব্র হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরানি হামলায় ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জন। আর শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় রবিবার পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত হয়েছেন। 

এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যার কিছু অংশে ইসরায়েল লক্ষ্যভেদী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক উদ্বেগও নতুন উচ্চতায় পৌঁছেছে। একইসঙ্গে, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় জ্বালানি বাজারেও অস্থিরতা সৃষ্টি হয়েছে; বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যুদ্ধবিরতির আহ্বান জোরালো হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দেয়নি।

এই প্রেক্ষাপটে, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, বৈশ্বিক অর্থনীতি এবং পারমাণবিক নিরাপত্তাকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি করেছে। চলমান সংঘাত এখন শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করছে।

তেল আবিবের মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত: ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে, তেল আবিবে দূতাবাস ভবনটির আশেপাশে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান। এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনো সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে।

ইরান কোথায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করছে এটিই এখন বড় প্রশ্ন: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন উপ পরিচালক জেনারেল ফর সেফগার্ডস অলি হেইনোনেন বলেছেন, ইসরায়েলের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থান ঠিক কোথায় তা আমরা পুরোপুরি জানি না। হেইনোনেন মনে করেন, ইসরায়েল সম্ভবত তেহরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে।

নাতাঞ্জ স্থাপনার পুনরুদ্ধারে অন্তত কয়েক বছর সময় লাগবে, তিনি রেডিও ফোর-এর 'টুডে' প্রোগ্রামে বলেন। তিনি আরো বলেন, ফোর্দো স্থাপনারও একই অবস্থা। ইসরায়েলের বোমা হামলার পর এটি খুবই খারাপ অবস্থায় আছে।

কিন্তু প্রধান প্রশ্ন এখনও রয়ে গেছে, হেইনোনেন জানিয়েছেন, ইরান তাদের ৪০০ কিলোগ্রামের বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় সংরক্ষণ করছে। তিনি বলেন, যদি তাদের কোনো গোপন আস্তানা থাকে; যা খুব বড় হতে হবে এমনটি না... এবং তারা গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে যেখানে আইএইএ-এর নজরদারি নেই, তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যাবে।

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়-ভন ডার লায়েন: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

ভন ডার লায়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই।

আগে ভন ডার লায়েন গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন, কিন্তু তিনি এটিও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরানের অসহযোগিতা করছে। এর মানে ইসরায়েল নিজেকে রক্ষা করার অধিকার রাখে। তিনি আরো বলেন, ইরানই এই অঞ্চলের প্রধান অস্থিতিশীলতার উৎস।

বর্তমানে ভন ডার লায়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন, সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।

তিনি বলেন, ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসঙ্গে মোকাবেলা করা দরকার।

তেহরানের বাসিন্দারা মূল্য পরিশোধ করবে-ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর ইরানের হামলার জন্য মূল্য পরিশোধ করতে হবে তেহরানের বাসিন্দাদের।

ইসরায়েল কাতজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ইসরায়েলের বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালাচ্ছে, যাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সক্ষমতা ভেঙে পড়ে এবং তারা হামলা চালানো বন্ধ করে দেয়।

কাতজ খামেনিকে একজন কাপুরুষ খুনি এবং একজন অহংকারী স্বৈরশাসক হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইসরায়েল শিগগিরই পাল্টা হামলা চালাবে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর: ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার মিজান জানিয়েছে, ইসরায়েলের জায়োনিস্ট শাসনব্যবস্থার পক্ষে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জায়োনিজম হলো একটি রাজনৈতিক আন্দোলন যা ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার কাজ করে। যারা জায়নবাদ নামক এই রাজনৈতিক মতবাদে বিশ্বাসী তাদেরকে জায়োনিস্ট বলা হয়। ইরানের রাজনৈতিক ভাষায় জায়োনিস্ট শাসনব্যবস্থা বলতে ইসরায়েলকে বোঝানো হয়।

মিজান জানিয়েছে, খোদানাজারের ছেলে ইসমাইল ফিকরি, ১৪০২ সালে মানে ইংরেজি ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন। তিনি এখনো জায়োনিস্ট শাসনব্যবস্থার গুপ্তচর-সন্ত্রাসী সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন।

তাকে একটি জটিল কারিগরি ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

জরুরি বৈঠকে বসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সোমবার নির্ধারিত বিশেষ বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংস্থাটির পরিচালনা পর্ষদের এই বৈঠক রাশিয়ার অনুরোধে ডাকা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, ইসরায়েল ইরানের ইসফাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তেলের দাম বেড়ে গেছে: ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। শুক্রবার যে দামে ছিলো সোমবার নাগাদ তা অন্তত সাত শতাংশ বেড়েছে। অনেকের আশঙ্কা সংঘাত চলতে থাকলে জ্বালানি সমৃদ্ধ অঞ্চলটি থেকে সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে সাধারণ সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা