weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিরল রঙের বেঙ্গল টাইগার থাইল্যান্ডের চিড়িয়াখানায়

প্রকাশ : ২৫-১২-২০২৪ ১১:৩১

ছবি: সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি চিড়িয়াখানায় দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে দুটি রয়েল বেঙ্গল টাইগার। আভা ও লুনা নামের জমজ দুই বোন তারা। দুজনের বয়সই তিন বছর।

সাধারণত রয়েল বেঙ্গল টাইগার যেমন হয় এ দুটি বাঘ তেমন নয়। সোনালি রঙের শরীর। এর মধ্যে ঘিয়ে রঙের দাগ। চোখগুলো চওড়া। এরা বিরল বৈশিষ্ট্যের। শুধু বিরল রঙাই নয়, এ বাঘগুলো দর্শনার্থীদের নানা কসরতও দেখিয়ে থাকে। আর এ কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এরা।

চিয়াংমাই’স নাইট সাফারি নামের ওই চিড়িয়াখানার প্রশিক্ষক প্যাতারি পিপাতওংচাই বলেন, এমন বিরল রঙের বেঙ্গল টাইগার শুধু পশু প্রজনন কেন্দ্র কিংবা চিড়িয়াখানাতেই দেখতে পাওয়া যায়, বনাঞ্চলে দেখা যায় না।

আভা ও লুনার জন্ম আবদ্ধ জায়গাতেই। গত জুনে এগুলোকে থাইল্যান্ডের চিয়াংমাই প্রদেশের ওই চিড়িয়াখানায় প্রদর্শন করা শুরু হয়। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর আভা ও লুনা তো রীতিমতো তারকা হয়ে উঠেছে।

চিড়িয়াখানায় কসরত প্রদর্শনের জায়গাটিতে দর্শকদের জন্য ৫০০টি আসন আছে। সপ্তাহে চার দিন সেখানে কসরত দেখায় আভা ও লুনা। প্রশিক্ষক তাদের সঙ্গেই থাকেন। আভা ও লুনার কসরত দেখতে সেখানে দর্শকদের ভিড় জমে।

উইরুনিয়া পুনিয়োকিত নামের একজন দর্শনার্থী বলেন, ‘এই বাঘকে দেখেই আমার মনে হয়েছে, এটি অবিশ্বাস্য রকমের বুদ্ধিমান ও দারুণ পরিবেশনায় সক্ষম। আমি খুশি যে চিয়াংমাইয়ের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে এমন স্মার্ট প্রাণীগুলো রাখা হয়েছে।’

থাই ন্যাশনাল পার্কসের ওয়েবসাইটে বলা হয়, রিসেসিভ জিন থেকে এই বাঘগুলোর শরীরের রঙে বিরল পরিবর্তন দেখা গেছে। এ কারণে এদের পশমগুলো ফ্যাকাশে সোনালি রঙের হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু