weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, অবশেষে মুখ খুললেন নেহা ধুপিয়া

প্রকাশ : ১১-০৭-২০২৫ ১২:১২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের আলোচিত জুটি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। তাদের নিয়ে নানা সময়ে চলেছে অনেক গুঞ্জন। ২০১৮ সালের ১০ মে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নেটদুনিয়া।

বিয়ের কয়েক মাসের মাথায় কন্যাসন্তান মেহরের জন্ম যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। চারদিক থেকে তখন প্রশ্ন আসতে থাকে, বিয়ের আগেই কি মা হয়েছিলেন নেহা? এতদিন এই চর্চার আগুনে নীরব থাকলেও, অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে বিস্ফোরক সত্য সামনে আনলেন এ অভিনেত্রী।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাসা করেছেন নেহা। সেখানে তিনি বলেন, বিয়ের আগেই আমি অন্তঃসত্ত্বা হই। আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোহা আলি খান ও কুণাল খেমু প্রথম জানতে পারে। আমরা সবাই একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে অচৈতন্য হয়ে পড়ি। পরের দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই যে আমি অন্তঃসত্ত্বা।

অভিনেত্রী আরো বলেন, আমার আর সোহার বন্ধুত্ব বহু বছরের। তাই এই সংবেদনশীল খবরটি সোহার সঙ্গেই ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলাম।

নেহা আরো জানান, সেই সময় তিনি সোহাকে বলেছিলেন, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কিছুদিন হলো সম্পর্কে আমরা। যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।

তবে, এত গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও নিজের বিয়েতে সোহাকে আমন্ত্রণ জানাননি নেহা। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল। আর আমি অন্তঃসত্ত্বা ছিলাম বলে এক ধরনের হৈচৈ ছিল।

নেহা ও অঙ্গদের বিয়েতে মাত্র ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। বর্তমানে এ অভিনেত্রী দুই সন্তানের জননী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু