weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের সময় জানালেন সুস্মিতা সেন

প্রকাশ : ২৬-০২-২০২৫ ১১:০৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই করলেও সুস্মিতা সেন ঘর বাঁধেননি। । দুই সন্তানকে দত্তক নিয়েছেন। ‘সিঙ্গেল মাদার’র ভূমিকায় অতুলনীয়। বলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা রূপে-গুণে অনন্যা। তবু কেন অবিবাহিত? বারবার এই প্রশ্নবাণে বিদ্ধ হন।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও সেই একই প্রশ্নের মুখোমুখি সুস্মিতা সেন। এ সময় স্টারডমকে দূরে রেখে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেত্রী। গুছিয়ে সব প্রশ্নের উত্তর দেন।

অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার যাতে আমার মনে কথা তার হৃদয় শুনতে পায়।যেদিন এটি সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব।’

সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনেই সুস্মিতাকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী। কোনো রকম আপত্তি না করেই সাবেক বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন।

তার কথা থেকে একটি বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলো আনা, শুধু সঠিক পাত্রের অভাব! ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদি থেকে রহমান শলের। ২০২১-এর হাঁটুর বয়সী প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। ২০২২-এ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত।

ওই বছরই ললিত মোদি সুস্মিতাকে ‘বেটারহাফ’, অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছিলেন। কিন্তু পরে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সুস্মিতার নাম-ছবি সব সরিয়ে ফেলেন।

সুস্মিতাকে শেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’-তে। সিরিজের তিনটি পর্বই দারুণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন কনের সাজে তাদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে