weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করতে যাচ্ছেন কৃতি স্যানন?

প্রকাশ : ২০-১২-২০২৪ ২২:২০

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ‘হিরোপান্তি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।

এদিকে ২০২৫ সালে বলিউডের কোন কোন তারকা গাঁটছড়া বাঁধতে চলেছেন এখন থেকে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। তার মধ্যে কৃতি শ্যানন অন্যতম। বহুদিন ধরেই তাকে নিয়ে নানা আলোচনা। ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে।

ভাইরাল হওয়া ছবিতে কৃতিকে একটি গাঢ় গোলাপি রঙের শাড়িতে কবীরের পরিবার এবং বন্ধুদের সঙ্গে দেখা গেছে। যে পোস্টে তাদের সম্পর্ক নিয়েও চলেছে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীদের মধ্যে অনেকেরই মতে, ২০২৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

ভিডিও দেখা গেছে, কৃতিকে অতিথিদের সঙ্গে সময় কাটাতে। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন অভিনেত্রী। এই বিয়ের অনুষ্ঠানে এমএস ধোনিও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অনেক বছর থেকে কৃতি তার প্রেম জীবনকে গোপন রেখেছিলেন। তাদের নেটদুনিয়ায় মাঝেমধ্যেই দেখা গেলেও কখনোই বিয়ে বা ডেটিংয়ের গুঞ্জন নিয়ে কথা বলেননি।

এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা গেছে ধোনির পরিবারের সঙ্গে বড়োদিন এবং নববর্ষ উদযাপন করতে। তাই অনেকের মনেই প্রশ্ন ধোনির পরিবারেরই বউ হতে চলেছেন কি কৃতি?

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে