weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের হামলায় নিহত ২৬: পাকিস্তানের সামরিক মুখপাত্র

প্রকাশ : ০৭-০৫-২০২৫ ১২:২৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে অবশেষে ভারত পাকিস্তানের কয়েক জায়গায় হামলা চালিয়েছে। পাকিস্তান জানিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বুধবার (৭ মে) এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

এদিকে পাকিস্তান ভারতের কাশ্মীরে হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। ভারত ও পাকিস্তানের একাধিক সীমান্তে গোলাগুলি চলছে বলেও জানা যায়। 

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির লাইভের এক খবরে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ এবং উভয় দেশকে ‘শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে’ আহ্বান জানিয়েছেন।

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। ভারত পাকিস্তানের নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’য় আঘাত হানার কথা বলার কয়েক ঘণ্টা পরই এ তথ্য জানা গেল।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও ভারত পাকিস্তানের এ দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের একটি এলাকায় পাকিস্তান হামলা চালানোর পর কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় গোলা ছুড়েছে পাকিস্তান। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, তারা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ ভারতের হামলার জবাব দিচ্ছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। 

পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘হতাশাজনক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতের হামলায় নিহত ২৬: পাকিস্তানের সামরিক মুখপাত্র ভারতের হামলায় নিহত ২৬: পাকিস্তানের সামরিক মুখপাত্র সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাবি করলো পাকিস্তান সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাবি করলো পাকিস্তান সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩ মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩ মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান