weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ও প্রিয়াঙ্কা চোপড়ায় মুগ্ধ হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর

প্রকাশ : ১৬-০৬-২০২৫ ১১:২২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউডের নন্দিত অভিনেত্রী জুলিয়ান মুর। অস্কার, বাফটা কিংবা গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার রয়েছে তার ঝুলিতে। সেই মুর যখন কারো প্রশংসা করেন, সেটি বিশেষই বটে। 

এই বিশেষত্বের ভাগীদার হলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যিনি অভিনয়গুণে প্রতিষ্ঠিত হয়েছেন হলিউডেও। 

একাধিকবার ভারতে গিয়েছিলেন মুর। একবার দেশটির দক্ষিণাঞ্চল ঘুরেছেন। সেই সফরের আগ মুহূর্তে বিমানবন্দরে দেখা হয় প্রিয়াঙ্কার সঙ্গে।

সেই ঘটনার সূত্র ধরেই প্রিয়াঙ্কার প্রশংসা করেন অভিনেত্রী। সম্প্রতি জুম-এর সাক্ষাৎকারে মুর বলেন, ‘মজার ব্যাপার কি জানেন? আমাদের দেখা হয়েছিল বিমানবন্দরে। আমি দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা করছিলাম। আর প্রিয়াঙ্কা যাচ্ছিল ভারতের অন্য অঞ্চলে। সম্ভবত একটি বিয়েতে অংশ নিতে। প্রিয়াঙ্কা ভীষণ মিষ্টি, অসাধারণ এক অভিনেত্রী এবং মানুষ হিসেবেও দারুণ।’

দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থান ও স্থানীয় খাবারের প্রশংসাও করেন মুর। জানান, পুনরায় ওই অঞ্চলে যেতে মুখিয়ে আছেন তিনি।

১৩ জুন অ্যাপল টিভিতে মুক্তি পেয়েছে মুরের নতুন ছবি ‘ইকো ভ্যালি’। যেখানে তার সঙ্গে আছেন সিডনি সুইনি। মাইকেল পিয়ার্স নির্মিত ছবিটির প্রচারণার জন্যই জুমের সাক্ষাৎকারে অংশ নেন মুর, আর সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে প্রিয়াঙ্কা ও ভারতের কথা। 

অন্যদিকে প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডের সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন ও দক্ষিণ ভারতের নির্মাতারা এসএস রাজামৌলির একটি ছবি নিয়ে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার