weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভাষানটেকে আবুলের বস্তির আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ০৬-০৩-২০২৫ ১৩:৫৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ভাষানটেক এলাকায় আবুলের (বিআরপি) বস্তিতে লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

তিনি জানান, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।

আগুন নেভাতে গিয়ে বস্তির বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, হঠাৎ একটি ঘরে আগুন লাগছিল। আগুন আমরা প্রায় নিভিয়ে ফেলছিলাম। এরমধ্যে একটা সিলিন্ডার বার্স্ট হলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে সিরাজুলের পিঠ পুড়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন।

বস্তির আরেক বাসিন্দা বন্যা আক্তার বলেন, আমাদের পাশের বাসায় দেখলাম ধোঁয়া বাইর হইতাছে। পরে দেখি আগুন। অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন। ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা সদস্যরা।

বস্তির বাসিন্দা নুরুল ইসলাম জানান, সেখানে তার একটি দোকান আছে। ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশা চালাতে বেরিয়েছিলেন। ছেলে কলেজে যায়। দোকানে তখন তার স্ত্রী ছিল। অগ্নিকাণ্ডের সুযোগে লোকজন দোকানটিতে লুটপাট চালিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি