weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মতিঝিলে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য জাকির গ্রেপ্তার

প্রকাশ : ২২-১২-২০২৪ ২০:২৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনো এলাকা থেকে ১১ মামলার এজাহারনামীয় আসামি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. জাকিরকে (৩৪) গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে তিনটায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার দিনগত রাত সাড়ে তিনটায় মতিঝিল থানার এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মো. জাকিরকে গ্রেপ্তার করে মতিঝিল থানার একটি দল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ  ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। 

সূত্র আরো জানায়, গ্রেপ্তার মো.. জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই করা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয় করতো।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান ‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই