weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মনীষা একা নাকি সঙ্গিনী আছে?

প্রকাশ : ১৪-০১-২০২৫ ১১:০১

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নব্বইয়ের দশকে প্রথম সারির বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তার পাহাড়ি সৌন্দর্য ও দুর্দান্ত অভিনয় এখনো মনে আছে অনেকের। দীর্ঘদিন ধরে আড়ালে আছেন মনীষা। কিন্তু তার জীবন নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

যে কারণে এখনো তার ভক্ত-অনুগামীরা জানতে চান, ৫৪ বছরের অভিনেত্রী সিঙ্গেল নাকি কারোর সঙ্গে ডেট করছেন?

পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় মনীষাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এখন সঙ্গীর অভাব বোধ করেন কিনা? এই প্রশ্নের জবাবে মনীষা অকপটে জবাব দেন, ‘কে বলেছে আমার পার্টনার নেই।’

এই বলে অভিনেত্রী হেসে ফেলেন। আবার প্রেমে পড়া নিয়ে দিল সে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে আর আমার জীবনকে ভালোভাবে বুঝি। যদি কোনো সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। 

আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনো বদল চাই না।’

মনীষা ওই সাক্ষাৎকারে আরো বলেন, তিনি স্বাধীনভাবে যেভাবে জীবনযাপন করেন ভবিষ্যতেও সেভাবে জীবন কাটাবেন।

প্রসঙ্গত, মনীষা কৈরালা ২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ে করেন। তবে বিয়ের দুই বছরের মধ্যেই মনীষার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়।

সেই বছরই অভিনেতার ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। মনীষা নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা