weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মমতাকে দেখে হেসেছিলেন শাহরুখ-সালমান

প্রকাশ : ০৮-০২-২০২৫ ১২:২০

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাসী হয়েছিলেন। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসব্রত নিয়েছিলেন তিনি। পেয়েছিলেন মহামণ্ডলেশ্বর উপাধি। যদিও সেই উপাধির মেয়াদ ছিল মাত্র সাত দিন। কারণ বেশ কিছু হিন্দু সাধু এ নিয়ে প্রতিবাদ করায় তাকে তার পদ থেকে অপসারণ করা হয়।

এদিকে নব্বইয়ের দশকের আলোচিত সাহসী অভিনেত্রী মমতার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল ‘কর্ণ অর্জুন’। সেই সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সেই সিনেমার শুটিংয়ের সময় নাকি মমতাকে নিয়ে প্রবল মশকরা করেছিলেন দুই খান। সিনেমার একটি গানের কোরিওগ্রাফি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। মমতা এক সাক্ষাৎকারে বলেন, 'করণ অর্জুন’ সিনেমায় কোরিওগ্রাফার ছিলেন চিন্নি প্রকাশ। 

সালমান ও শাহরুখ দুজনেই শুটিংয়ে চলে গিয়েছিল। আমি একা বসে অপেক্ষা করছিলাম। আধ ঘণ্টা পর আমার দরজায় এসে কড়া নাড়েন চিন্নি প্রকাশের সহযোগী। তিনি এসে বললেন— কোরিওগ্রাফার ডাকছেন।

যাওয়ার সময়েই শাহরুখ-সালমানের সঙ্গে দেখা হয় মমতার। অভিনেত্রী বলেন, আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম, এমন সময় সালমান ও শাহরুখ আমার পাশ দিয়ে চলে গেল, আর আমাকে নিয়ে হাসাহাসি করছিল। 

তিনি বলেন, এ নিয়ে আমি কিছু বলিনি। তখন রাত ৮টা বাজে। গুরুজির কাছে গেলাম। তিনি বললেন— একটা নাচ আমাকে একাই করতে হবে। আমি তো আকাশ থেকে পড়ি।

মমতা কুলকার্নি বলেন, পরের দিন প্রথম শুটিং ছিল আমার দৃশ্যের। গাছের আড়াল থেকে শাহরুখ ও সালমান আমাকে দেখছিল। আবার ওরা হাসাহাসিও করছিল। আমার এক শটেই শুটিং হয়ে গিয়েছিল। 

কিন্তু পরে শাহরুখ ও সালমানকে পাঁচ হাজার লোকের সামনে বহুবার শট দিতে হয়েছিল। পরিচালক রেগে গিয়ে সেই দিন শুটিং বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলেন, আমরা সবাই তার পর ছুটে যাই যে যার ঘরের দিকে। 

সেদিন আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল সালমান। সালমান খুবই দুষ্টু ধরনের ছিল। আমি খুবই সময়ানুবর্তিতার মধ্যে থাকতাম। সেই জন্যও আমাকে নিয়ে রসিকতা করত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে