weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃত্বের মধুর গল্প শোনালেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গো রবি

প্রকাশ : ২৫-০৮-২০২৫ ১১:৫৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মাতৃত্ব অসাধারণ। মজার ব্যাপার, যাদের সন্তান আছে, তাদের বোঝানোর কিছু নেই। আর যাদের সন্তান নেই, তাদের কাছে এসব হয়তো একেবারেই নীরস শোনাবে।

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে উপরের কথাগুলো বলছিলেন মার্গো রবি। ১৭ অক্টোবর প্রথম সন্তানের জন্ম দেন অস্ট্রেলিয়ান এ অভিনেত্রী। ছেলের নাম এখনো প্রকাশ্যে আনেননি মার্গো রবি–টম অ্যাকারলি দম্পতি। তবে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো কথা বলেছেন মাতৃত্ব নিয়ে।

সন্তান জন্মের পর থেকে লস অ্যাঞ্জেলেসে সময় কাটাচ্ছেন রবি। মার্গো রবির এক ঘনিষ্ঠ জানিয়েছেন, আগামী বছর বেশ কিছু কাজের পরিকল্পনা আছে অভিনেত্রীর; নিজেদের প্রযোজনা সংস্থা থেকেও কয়েকটি প্রকল্প আসবে। তবে এখন তিনি বিশ্রাম নিতে চান; ছেলেকে নিয়ে সময় কাটাতে চান। তিনি মাতৃত্ব উপভোগ করছেন।

টম আর মার্গো দুজনেই ঘরকুনো স্বভাব। একসঙ্গে বাড়িতে সময় কাটাতেই ভালো লাগে বেশি। এর আগে দেওয়া সাক্ষাৎকারে রবি বলেছিলেন, শুটিংয়ের কাজটা এত ঝক্কির যে ফুরসত মিললে আমার তো বাড়ির বাইরে যেতেই ইচ্ছা করে না। নিজেদের মতো করে সময় কাটানো, বই পড়া, সিনেমা দেখে দিব্যি দিনের পর দিন কাটিয়ে দিতে পারি।

২০১৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক ড্রামা ‘স্যুট ফ্রঁসেজ’ ছবির সেটে টম ও রবির প্রথম দেখা। ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন টম আর সেলিন জোসেফ চরিত্রে অভিনয় করছিলেন রবি। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বিয়ে করেন।

গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সন্তান নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন তারা। তাই ছেলেকে কোলে নেওয়াটা তাদের কাছে ‘অবিশ্বাস্য’ এক অভিজ্ঞতা ছিল। সম্প্রতি ইতালির নেপলসে তাদের হোটেলের বারান্দায় একান্ত সময় কাটাতে দেখা গেছে।

২০২৩ সালের আলোচিত সিনেমা ‘বার্বি’তে সবশেষ রবিকে দেখা গেছে। অনেক দিন পর্দায় অনুপস্থিত থাকলেও অভিনেত্রী বলেছেন, সিনেমা তিনি একেবারেই মিস করছেন না, জীবনের সেরা সময় কাটাচ্ছি, অন্য কিছু নিয়ে ভাবছি না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে