weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা, শপথ নিয়েই দিলেন নির্বাচনের প্রতিশ্রুতি

প্রকাশ : ১৮-১০-২০২৫ ১০:৫২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মাদাগাস্কারে সামরিক হস্তক্ষেপের পর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) উচ্চ সাংবিধানিক আদালতে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া এই ঘটনা দেশের অস্থির এক সপ্তাহের সমাপ্তি ঘটিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহে বিদ্যুৎ ও পানির ঘাটতি নিয়ে গণবিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল। জাতিসংঘ জানিয়েছে, এই আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। 

রান্দ্রিয়ানিরিনা বেসামরিক স্যুটে উপস্থিত ছিলেন, যা নির্দেশ করে যে তিনি নতুন সরকার প্রতিষ্ঠায় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের অঙ্গীকার করছেন। ৫১ বছর বয়সি এই কমান্ডার আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, সরকার বেসামরিক মানুষের এবং প্রেসিডেন্ট পরিষদে সামরিক ও বেসামরিক উভয় সদস্যই রয়েছেন। এর আগে, জেন-জি বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্ব ব্যাংকের তথ্যনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপি ৪৫ শতাংশ কমেছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে