weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধুরী-নেনের প্রেম ও ঘর-সংসার

প্রকাশ : ১৫-০৫-২০২৫ ১১:২৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
আজ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জন্মদিন। জীবন থেকে একটি বছর হারিয়ে গেলেও মাধুরী প্রমাণ করেছেন, বয়সকে নিজের মুনশিয়ানায় কেবল সংখ্যা বানিয়ে রাখা যায়। 

মাধুরীর স্বামী শ্রীরাম মাধব নেনের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। মজার বিষয় মাধুরী যে কত বড় তারকা নেনে তা প্রথম বুঝেন বিয়ের দিন মিডিয়ার উপস্থিতি দেখে। জন্মদিনে পদ্মশ্রী মাধুরী ও তার জীবনসঙ্গী মাধব নেনের রোমান্সের দিনগুলো জানা যাক-

প্রথম দেখা: সিমি গারেওয়ালের শোতে মাধুরী প্রথম দেখার কথা জানিয়েছিলেন এভাবে, ‘আমি এমন একজন মানুষের সঙ্গে দেখা করলাম, যে আমাকে চিনতই না। কোনো পূর্বধারণা ছাড়াই সে আমার সঙ্গে দেখা করল। আর জিজ্ঞাসা করল, তার সঙ্গে আমি বাইকে চড়ে পাহাড়ে ঘুরতে যাব কিনা। আর আমি জানি না কেন, যেই আমি এর আগে গত ২০ বছরে কারো মোটরসাইকেলে উঠিনি, সেই আমি হাসিমুখে রাজি হয়ে বললাম, হ্যাঁ, আমি যাব।’

বিয়ের দিন: শ্রীরাম বিয়ের আগ পর্যন্ত ধারণাই করতে পারেননি যে মাধুরী ভারতে কত বড় তারকা। বিয়ের দিন মিডিয়া আর মানুষ দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন এই ডাক্তার। স্ত্রীকে ফিসফিস করে বলেছিলেন, ‘ও মাই গড, এত মানুষ কেন!’ মাধুরী হেসে বলেছিলেন, ‘এ তো কঠোর গোপনীয়তা আর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে। না হলে তো ভেঙে পড়ত।’ 

নেনে জানিয়েছিলেন, এসব দেখে শুনে তার বিয়ের দিন নাকি কেটেছিল ঘোরের ভেতর। মাধুরী জানান, নেনে নাকি বিয়ের আগে মাধুরীর কোনো ছবিই দেখেননি। এমনকি অমিতাভ বচ্চন ছাড়া ভারতের আর কোনো তারকার নামও জানত না নেনে। স্কুলে পড়ার সময় নাকি একবার ‘অমর আকবর অ্যান্টনি’ দেখেছিলেন। বলিউডের ছবি নিয়ে নেনের স্মৃতি বলতে এটুকুই।

যুক্তরাষ্ট্রের দিনগুলো: বিয়ের পর বড় পর্দা থেকে দীর্ঘদিনের বিরতি নেন মাধুরী। মুম্বাই থেকে উড়াল দেন লস অ্যাঞ্জেলেসে। মাধুরী জানান, তিনি তার সবটুকু দিয়ে জীবনের এই বিশেষ অধ্যায়কে উপভোগ করতে চেয়েছিলেন, ‘আমার জীবনসঙ্গী একজন কার্ডিওভাসকুলার সার্জন। সে ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়ত। আর তার আগেই আমি নাশতা রেডি করতাম। একসঙ্গে সকালের নাশতা সারতাম। তারপর ও বেরিয়ে পড়লে আরেকটু ঘুমিয়ে নিতাম। আমি আমার জীবনের প্রতিটি মিনিট উজাড় করে বিবাহিত জীবনকে অনুভব করতে চেয়েছি।’

মাধুরীর সিনেমা দেখতে নার্ভাস লাগত নেনের: নেনের বিয়ের আগে শ্রীরাম মাধুরীকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি অভিনয় কর। তাহলে তো তোমাকে সঙ্গে ব্যাগ নিয়ে ঘুরতে হয়, তাই না?’ এই প্রশ্ন শুনে মাধুরী তো হেসেই খুন। নিজের বোকামি সে সময় বুঝতে পারেননি এই ডাক্তার। মাধুরী বলেন, ‘আমার তারকাখ্যাতি নিয়ে ওর কোনো ধারণাই ছিল না। বিয়ের পরেও মাধুরী অসংখ্যবার নিজের সিনেমা দেখতে বসিয়েছেন নেনেকে। কিন্তু বিয়ের দিনের ঘটনায়-ই কিনা, নেনের নাকি নার্ভাস লাগত।’ 

নেনে তার সিনেমা দেখতে চাইত না জানিয়ে মাধুরী বলেন, ‘সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই নেনে বলত, আমরা অন্য কিছু করি? চলো, আমরা অমুক জায়গা থেকে ঘুরে আসি; তমুক রেস্টুরেন্টে খেতে যাই। এটা করি, সেটা করি।’

মাধুরী আর নেনের প্রেম: সিমি গারওয়ালকে মাধুরী বলেন, ‘আমরা দুজন একেবারে দুই মেরুর মানুষ। ওর বেড়ে ওঠা লস অ্যাঞ্জেলেসে। আমার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাই ব্যক্তি আমাকে মনে ধরেছিল ওর। আর সেই বিষয়টা আমারও ভালো লেগেছিল। আমরা সম সময় সঙ্গীর ভেতর মিল খুঁজি। কিন্তু আমাদের অমিলেও কোথায় যেন একটা সুর ছিল। তাই তো পাহাড়ে বাইক রাইডিংয়ের প্রস্তাবে আমি হ্যাঁ করেছিলাম। আমরা সবাই জীবনকে একটা সুযোগ দিতে চাই। তাই নয় কি?’

দাম্পত্য জীবনের রহস্য: ‘আমরা সুখেই এক জীবন কাটিয়ে দিতে পারছি। আমার মনে হয়, এটি সম্ভব হয়েছে একটিই কারণে। আমরা কেউ কাউকে বদলাতে যাইনি। অথচ, বিয়ের সঙ্গে সঙ্গে এটিই একজন আরেকজনের কাছ থেকে আশা করে যে তার সঙ্গী তার জন্য বদলে যাবে। এটি ঠিক নয়। আমরা দুজনে যেমন ঠিক তেমনভাবেই গ্রহণ করেছি। সে যেমন, আমি সেই সবকিছু মিলিয়েই ওকে ভালোবেসেছি। আর এই কথা ওর জন্যও সমান সত্য।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গাদের সিম দেবে সরকার, প্রথম ধাপে ১০ হাজার রোহিঙ্গাদের সিম দেবে সরকার, প্রথম ধাপে ১০ হাজার ভারতকে এমন শিক্ষা দেব, কখনো ভুলবে না: শেহবাজ শরীফ ভারতকে এমন শিক্ষা দেব, কখনো ভুলবে না: শেহবাজ শরীফ নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা