weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মালাইকার জীবনে নতুন প্রেমিক, কে এই যুবক

প্রকাশ : ০৩-১১-২০২৫ ১২:১৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছেন অনেক আগেই। এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমে ডুবে ছিলেন। গত বছর সেই অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই ভেঙে যায় সম্পর্ক। 

এরপর বন্ধুত্ব শুরু হয় এক ধনাঢ্য ব্যবসায়ীর সঙ্গে। এখন তারা একে অপরকে ডেট করছেন নিয়মিতই। গত বছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়েও একফ্রেমে ধরা পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে— মালাইকার জীবনে কে সেই নতুন প্রেমিক? 

সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট থেকে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটিজেনদের। মালাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাকে।

সেই সঙ্গে দেখা যায়, অনুষ্ঠানের গানের তালে নাচছেন মালাইকা অরোরা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অচেনা যুবক। অবশেষে জানা গেল সেই রহস্যময় যুবক হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতা।

এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান থেকে জল্পনায় মেতেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। নেটিজেনদের  প্রশ্ন— কে সেই যুবক? অনেকেই আবার দাবি করেছেন, মালাইকার পছন্দ করার চোখ আছে। এক নেটিজেন লিখেছেন— দিন দিন যেন মালাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে তাদের একসঙ্গে দেখে। তবে বিপরীত মতও রয়েছে অনেকের।

আবার এক নেটিজেন লিখেছেন, একসঙ্গে দেখা গেছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনো মানে নেই। হতেই পারে মালাইকার ছেলের বন্ধু ওই যুবক। 

সামাজিক মাধ্যমে সেই যুবকের পরিচয় নিয়ে নানা বক্তব্য ছড়িয়ে পড়ে। তবে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাবি— ৩৩ বছরের এ যুবকের নাম হর্ষ মেহেতা। তার নাকি বেলজিয়ামে হীরার ব্যবসা রয়েছে। আরো জানা গেছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা ও হর্ষ।

এদিকে বলিপাড়ায় এখন কানাঘুষা— হাঁটুর বয়সি যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী। অন্যদিকে অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন মালাইকা। কিছু দিন আগে মালাইকার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে