weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রকাশ : ০৯-০৬-২০২৫ ১৪:৩৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে গেরিক হাসপাতাল থেকে রবিবার  (৮ জুন) রাত ১টা ১০ মিনিটে দুর্ঘটনার বিষয়ে জরুরি কল আসে। গেরিকের বানুনে ইস্ট-ওয়েস্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি তেরেঙ্গানুর জের্টিহ থেকে পেরাকের তানজুং মালিমে যাচ্ছিল।

জানা গেছে, সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং পেরোদুয়া আলজা মাল্টি-পারপাস গাড়ির সংঘর্ষ হয়। এতে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের ব্যাপারে চিকিৎসকরা উদ্বিগ্ন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নিহতদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি। এই ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ ঘটনা সবার জন্য সর্বদা সতর্ক থাকার এবং গন্তব্যের পিছনে তাড়াহুড়ো না করার শিক্ষা হিসেবে কাজ করা উচিত। আপনার জীবন অনেক মূল্যবান এবং অপূরণীয়।

পৃথক ফেসবুক পোস্টে উচ্চশিক্ষামন্ত্রী আবদ কাদির জানান, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় হতাহতদের সব প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজ-খবর রাখার প্রতিশ্রুতি দেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে