weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬২% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোয় বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ৪১

প্রকাশ : ০৯-০২-২০২৫ ১১:১০

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ও ট্রেইলার ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে তাবাসকো রাজ্য সরকার একথা জানিয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে ছোট শহর এসকারসেগার কাছে দুর্ঘটনাটি ঘটে। তাবাসকো রাজ্য সরকার তাদের বিবৃতিতে উদ্ধারকাজ এখনো চলছে বলে জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। ট্রেইলার ট্রাকটির সঙ্গে সংঘর্ষের পর তাদের মধ্যে ৩৮ জন মারা যান। বাসটির দুই চালক এবং ট্রাকটির চালকও নিহত হয়েছেন।

সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু এর ধাতুর কাঠামোটি রয়ে গেছে। বাসটি কানকুন থেকে তাবাসকো যাচ্ছিল বলে পরিচালনা কোম্পানি ট্যুরস অ্যাকোস্তা জানিয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে তাবাসকোর নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত শুধু ১৮টি খুলি নিশ্চিত করা গেছে, আরো অনেক বেশি নিখোঁজ রয়েছে। ফেসবুকে করা এক পোস্টে ট্যুরস অ্যাকোস্তা যা ঘটেছে তার জন্য (তারা) গভীরভাবে দুঃখিত বলে জানিয়েছে। 

প্রকৃতপক্ষে কী ঘটেছে আর বাসটি গতি সীমা মেনে চালানো হচ্ছিল কিনা, তা বের করতে কর্তৃপক্ষের সঙ্গে তারাও কাজ করছে বলে জানিয়েছে। তাবাসকো রাজ্য সরকার জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার ২৬২ যাত্রী নিয়ে রোমে আটকা বিমানের ড্রিমলাইনার চট্টগ্রামের এনসিপি নেতা নিজামের চাঁদাবাজির কথোপকথন ফাঁস চট্টগ্রামের এনসিপি নেতা নিজামের চাঁদাবাজির কথোপকথন ফাঁস গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ