weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৮৪% , মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শাবানা মাহমুদ

প্রকাশ : ০৮-০৯-২০২৫ ১১:০০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শাবানা মাহমুদ প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

তিনি অভিবাসন, পুলিশিং ও জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোর নেতৃত্ব দিচ্ছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।

নিজের এক্স পোস্টে শাবানা লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।

১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন শাবানা মাহমুদ। শৈশবের একটি অংশ কাটান সৌদি আরব ও যুক্তরাজ্যে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজ থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন এবং ব্যারিস্টার হিসেবে অনুশীলন করেন।

২০১০ সাল থেকে তিনি বার্মিংহাম লেডিউড আসনের সংসদ সদস্য। লেবার পার্টির সক্রিয় নেতা হিসেবে একসময় ছায়া মন্ত্রিসভা এবং পরে সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর থাকাকালে তিনি কারাগারের ভিড় কমাতে ‘আগাম মুক্তি কর্মসূচি’ চালু করেন এবং সাজা সুরক্ষা ও মানবাধিকার আইন বিষয়ে কঠোর অবস্থান নেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দুর্গাপূজায় সারাদেশের ৩৩ হাজার পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজায় সারাদেশের ৩৩ হাজার পূজামণ্ডপ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজায় শিশু হত্যাকে ঘিরে নির্মিত চলচ্চিত্র পুরস্কৃত ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজায় শিশু হত্যাকে ঘিরে নির্মিত চলচ্চিত্র পুরস্কৃত কক্সবাজার সৈকতে ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার কক্সবাজার সৈকতে ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার বিষাক্ত মাশরুম খাইয়ে ৩ হত্যা, নারীর যাবজ্জীবন বিষাক্ত মাশরুম খাইয়ে ৩ হত্যা, নারীর যাবজ্জীবন