যে কারণে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন না আলিয়া!
প্রকাশ : ১৪-০৫-২০২৫ ১৮:০৬

ফিইল ছবি
নিজস্ব প্রতিবেদক
জীবনের প্রথম যে কোনো অভিজ্ঞতাই ভীষণ স্পেশাল হয়। আর তা যদি হয় নিজের ক্যারিয়ারের কোনো প্রথম পদক্ষেপ, তাহলে তার অনুভূতি আরও আলাদা। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও তার ব্যতিক্রম নন।
পিপলসনিউজ/এসসি
এদিকে কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল আলিয়ার। তবে ভারতের বর্তমান পরিস্থিতি দেখে সেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া। ইতোমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্ট দিয়ে কান চলচ্চিত্র উৎসবের না যাওয়ার কথা ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি ঠিক সেই সময়েই অন্ধকারে অনেকে বিনিদ্রা পাহারা দিচ্ছে। যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। নিজেদের জীবন বাজি রেখেছেন তারা। এটা শুধুমাত্র সাহসিকতা নয় বরং এটা বড় আত্মত্যাগ।’
‘প্রতিটি প্রহরীর পিছনে রয়েছেন একজন মা। যিনি জানেন তার সন্তান অনিশ্চয়তার সঙ্গে প্রতিটি রাত কাটাচ্ছেন।’ এমন সময়ে তাই নিজের দেশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে উদ্বোধনে না গেলেও ১১দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেও পারেন বলে জানাচ্ছেন অভিনেত্রী।
পিপলসনিউজ/এসসি
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com