weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ইসরায়েলে ইরানের হামলা

রাতে পাঁচবার জায়গা বদল মার্কিন রাষ্ট্রদূতের

প্রকাশ : ১৪-০৬-২০২৫ ১৬:১১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত হয়ে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শুক্রবার (১৩ জুন) রাতভর অন্তত পাঁচবার স্থান পরিবর্তন করে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হন। হামলার সময় তিনি একাধিকবার সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার (১৪ জুন) ভোর পর্যন্ত এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় হাকাবিকে।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি বলেন, ইসরায়েলে গত রাতটি ছিল কঠিন। সেইসঙ্গে উল্লেখ করেন, প্রতি শনিবার ইসরায়েলিরা ‘শাব্বাত’ নামে একদিনের বিশ্রাম পালন করে, যা সাধারণত শান্তিপূর্ণ থাকে। তবে এবার সেটি শান্তিপূর্ণ হবে না বলেই মনে করছেন তিনি।

ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ শুরু হওয়ার পর বেসামরিক লোকজনের মতো মাইক হাকাবিকেও আতঙ্কে একাধিকবার আশ্রয় নিতে হয়েছে নিরাপদ বাংকারে।

এই ঘটনার আগে, ইসরায়েল থেকে হামলা শুরুর দুই দিন আগেই মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশ থেকে অপ্রয়োজনীয় কূটনীতিক ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছিল।

উল্লেখ্য, সাবেক আরকানসাস গভর্নর মাইক হাকাবিকে গত বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমভিত্তিক মার্কিন দূতাবাসে পদায়ন করেন। তিনি বরাবরই ইসরায়েলের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। অতীতে তিনি এমন মন্তব্যও করেছেন যে, ফিলিস্তিনি বলে কিছু নেই।

এদিকে, ইরান তাদের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। শনিবার ভোরে চালানো এই হামলায় অন্তত তিনজন নিহত হন এবং অন্তত ৬৩ জন আহত হন। বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকবে এবং প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন থেকে সকল উড়োজাহাজ চলাচল স্থগিত করা হয়েছে।

শনিবার সকাল পর্যন্তও বিমানবন্দরের ওয়েবসাইট কার্যক্রম বন্ধ ছিল। পরিবহন মন্ত্রণালয় আরো জানায়, আকাশসীমা পুনরায় চালু হওয়ার অন্তত ছয় ঘণ্টা আগে নাগরিকদের প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা