weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শহিদের সঙ্গে কেন বিচ্ছেদ, জানালেন কারিনা

প্রকাশ : ২৮-০৮-২০২৫ ১১:০৪

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের প্রেমকাহিনী মানেই যেন একেকটা সিনেমার মতো নাটকীয় বাঁক। শহিদ কাপুর আর কারিনা কাপুর, যাদের প্রেমের গুঞ্জন একসময় ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিজুড়ে, তাদের বিয়ে নিয়েও স্বপ্ন দেখেছিলেন ভক্তরা। পরিবারের পক্ষ থেকেও নাকি ছিল নীরব সম্মতি।

কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলট-পালট হয়ে যায়। ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীন রাতারাতি ভেঙে যায় এই তারকা জুটির সম্পর্ক। আর তারপর থেকেই শুরু হয় গুঞ্জনের ঝড়। কেন ভাঙল এই সম্পর্ক?

সাইফের সঙ্গে বিয়ে হওয়ার পরপরই, শহিদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সে সময় কারিনা জানিয়ে ছিলেন, তিনি অতীত নিয়ে কথা বলতে চান না। বিশেষ করে শহিদ নিয়েই তো একেবারেই নয়। কারিনার এমন উক্তিতেই শুরু হয় জল্পনা। নিন্দুকদের মুখে নানান প্রশ্ন, কী এমন হয়েছে, যে কারিনা এই বিষয়ে মুখ খুলছেন না।

অবশেষে বহু বছর পর নীরবতা ভাঙলেন কারিনা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ।

তার মতে, শহিদ কাপুর নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু তার অতিরিক্ত ইগো-ই নাকি সম্পর্ক ভাঙার মূল কারণ। কারিনা বলেন, শহিদ বন্ধু হিসেবে দারুণ, তবে তার ইগো সেই সময় আমাদের মাঝে দূরত্ব তৈরি করেছিল।

যদিও এখন আর কোনো তিক্ততা নেই তাদের মধ্যে। কারিনার ভাষায়, শহিদের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে, ওরা ভালো থাকুক, সুখে থাকুক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার