weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রকাশ : ২৩-০১-২০২৫ ১৮:৪৬

সিরাজগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমান, ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমানসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মো. আলিফ (১৮) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার বাবা মো. অহিদ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে এ মামলা করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। এই মামলায় অজ্ঞাতপরিচয়ের আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলের ডাচ-বাংলা ব্যাংকের সামনে ভুক্তভোগীসহ ছাত্রজনতা আন্দোলন করে। সেসময় সাবেক এমপি শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানের নির্দেশে মিছিলে সশস্ত্র হামলা হয়। 

শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া এতে নেতৃত্ব দেন। হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভুক্তভোগীর (আলিফ) বাম পায়ের হাঁটুতে গুলি লেগে গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলে থাকা কয়েকজন আলিফকে ট্রাস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু