সংসার ভাঙেনি, ঐশ্বরিয়া মায়ের কাছে থাকেন কী কারণে
প্রকাশ : ২১-০৯-২০২৫ ১১:৫২

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসার ভাঙতে যাওয়ার খবর বছরখানেকের বেশি সময় ধরে শুনা যাচ্ছে। এখন অনেকে বুঝতে পারছেন দুই তারকার সম্পর্কে কিছু সমস্যা থাকলেও সেটি ঘর ভাঙার পর্যায়ে যায়নি।
বচ্চনদের বাড়ি ছেড়ে ঐশ্বরিয়া কেন তার মায়ের কাছে থাকেন, সে বিষয়ে এবার কথা বলেছেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।
হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, বিচ্ছেদের যে খবর উঠেছে বিভিন্ন সময়ে, তা মিথ্যা। ঐশ্বরিয়া এখনো বচ্চন পরিবারের পুত্রবধূ। তিনি নিজের মায়ের কাছে যান বা থাকেন অন্য কারণে। ঐশ্বরিয়ার মা বেশ অসুস্থ। ঐশ্বরিয়া তার মায়ের ব্যাপারে যথেষ্ঠ সচেতন। তাকে দেখাশোনা করতে হয়।
ঐশ্বিরয়ার মায়ের প্রতিবেশী হলেন প্রহ্লাদ কক্কড়। তিনি বলেন, আগে মেয়ে আরাধিয়া বচ্চনকে স্কুলে দিয়ে মায়ের বাড়িতে চলে আসতেন ঐশ্বরিয়া। তারপর ছুটির সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরতেন।
প্রহ্লাদ বলেন, মায়ের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক খুব ভালো। তাই মায়ের অসুস্থতায় খেয়াল রাখায় যাতে কোনো গাফিলতি না হয়, সেই দিকে সতর্ক থাকেন তিনি।
শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, তাতে কী বা হয়েছে! ঐশ্বরিয়া এখনো বচ্চন পরিবারের বউ। এখনো তার সংসার ওটা। আমি জানি বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা।
তিনি বলেন, মাঝেমধ্যে অভিষেকও আসেন ওর মাকে দেখতে। বিচ্ছেদ হলে, তিনি কি আসতেন? এই জন্যই ওই সব গুজবে কোনো পাত্তা দিইনি।
বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে নাম ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন তারা। কিন্তু এই দম্পতির সংসার ভাঙার খবর আসছে ২০২৩ সালের শেষ দিক থেকে।
ওই বছর প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার পাশাপাশি শ্বেতা বচ্চানের মেয়ে নভ্যা নাভেলি নন্দা উপস্থিত থাকলেও, একে অপরকে এড়িয়ে যান তারা।
২০২৩ সালের নভেম্বর থেকে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধিয়া বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে থাকছেন। ওই সময় থেকে সোশাল মিডিয়ায় অভিষেককে নিয়ে কোনো ছবি দেন না ঐশ্বরিয়া। পোস্ট করছেন কেবল নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি।
এর পর থেকে এই দম্পতি যে বিচ্ছেদের দুয়ারে পৌঁছে গেছেন, তা প্রমাণ করতে দেড় বছরের বেশি সময় ধরে কিছুদিন পরপরই ভারতের সংবাদমাধ্যম নানা ধরনের ঘটনা ও তথ্য তুলে ধরেছে।
গুজবে বেশি ডালপালা মেললে আঙুলে পরা বিয়ের আংটি দেখিয়ে অভিষেককে বলতে হয়েছে, এই দেখুন, আমি এখনো বিবাহিত। আমার সত্যিই কিছু বলার নেই। আমি বুঝতে পারছি, এসব খবর কেন হয়। কারণ আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমাদের এসব নিয়ে চলতে হয়। কারণ আমরা তারকা।
তবে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা গেছে। সে সব অনুষ্ঠানে শ্বশুরবাড়ির সদস্যদের ঐশ্বরিয়া এড়িয়ে চলছেও, স্বামীর সঙ্গে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছেন ঐশ্বরিয়া।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com