weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতরাস্তা মোড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রকাশ : ১৭-০৯-২০২৫ ১৩:৪২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেশ কয়েকটি দাবিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের এই অবরোধের কারণে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সকালে প্রথমে ক্যাম্পাসে জড়ো হন, তারপর সাতরাস্তা মোড়ের দিকে মিছিল নিয়ে যান। সকাল সোয়া ১১টার দিকে তারা সেখানে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

অবরোধের কারণে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যানবহন থেকে নেমে যাত্রীরা হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, সকাল ১১টার পর শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করছেন। এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

তিনি বলেন, সাতরাস্তা মোড় অবরোধের কারণে উত্তরা-মগবাজার ইনকামিং আউটকামিং যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদেরকে অনুরোধ করা হচ্ছে সড়ক ছেড়ে দেওয়ার জন্য।

উপস্থিত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে ও প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।

কারিগরি শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—

প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও গলা কেটে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে; কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে; ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে