weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সান্ডার তেল নিয়ে কী জানা গেল

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১৩:০৭

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন হঠাৎই ছেয়ে গেছে ‘সান্ডা’ নিয়ে আলোচনায়। কফিল নামের এক ব্যক্তির ছেলের জন্য সান্ডা ধরা ও রান্নার ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর মুহূর্তেই এ নিয়ে শুরু হয় ট্রল, মিম আর আলোচনা। অনেকেই হাস্যরসের উপাদান হিসেবে দেখছেন বিষয়টিকে, আবার কেউ কেউ জানতে চাচ্ছেন- আসলে ‘সান্ডা’ কী? এটি খাওয়া যায় কিনা, আর বিশেষ করে এর তেলের প্রচলিত দাবিগুলো কতটা সত্য?

‘সান্ডা’ আসলে একটি সরীসৃপ প্রাণী, যার বৈজ্ঞানিক নাম Uromastyx. এটি মরুভূমি বা শুষ্ক অঞ্চলে বসবাস করে এবং দেখতে অনেকটা টিকটকির মতো হলেও আকৃতিতে বড় ও লেজ মোটা। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে লোকচর্চায় বিশ্বাস করা হয়, সান্ডার তেল পুরুষের যৌন সক্ষমতা বাড়ায়।

সোশ্যাল মিডিয়ায় এবং লোকমুখে বহুদিন ধরেই প্রচলিত, সান্ডার তেল যৌনশক্তি বৃদ্ধিতে কার্যকর। তবে চিকিৎসাবিজ্ঞান এ ব্যাপারে খুবই সতর্ক এবং সংশয়প্রবণ। এই তেলের কার্যকারিতা নিয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণা পাওয়া যায়নি। যৌন স্বাস্থ্য বা শক্তি বৃদ্ধিতে এর কার্যকারিতা মোটেই প্রমাণিত নয়।

সান্ডার তেল নিয়ে প্রচলিত ধারণাগুলো মূলত মৌখিক প্রচারণা এবং ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি নানা বিজ্ঞাপনের উপর ভিত্তি করে তৈরি। এটি অনেকাংশেই ভ্রান্ত ধারণা। এই জাতীয় তেল ব্যবহারে অনেক সময় ত্বকে জ্বালা, র‍্যাশ বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ত্বকের স্থায়ী ক্ষতির ঝুঁকিও তৈরি হয়।

যেকোনো স্বাস্থ্য-সম্পর্কিত পণ্য, বিশেষ করে যৌন স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলোতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু ব্যবহার করা একেবারেই অনুচিত। ভুলভাবে বা মাত্রাতিরিক্ত ব্যবহারে ক্ষতির আশঙ্কা থাকে দীর্ঘমেয়াদে। শারীরিক দুর্বলতা বা যৌনস্বাস্থ্য নিয়ে যেকোনো সমস্যা থাকলে প্রথমে একজন ইউরোলজিস্ট বা যৌন রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। হারবাল বা তথাকথিত প্রাকৃতিক তেলের চেয়ে প্রমাণিত চিকিৎসাপদ্ধতিই সর্বোত্তম ও নিরাপদ।

‘সান্ডা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুল্লোড় থাকলেও বাস্তবতা হলো, এটি কেবল মজার ভিডিও বা ট্রলের বিষয় হতে পারে, কিন্তু চিকিৎসা বা স্বাস্থ্যগত কোনো গুণাগুণের বিশ্বাস করা যাবে না। বিজ্ঞানের বাইরে গিয়ে কোনো কিছু শরীরে প্রয়োগ করা মানেই অযথা ঝুঁকি নেওয়া। সুতরাং ‘সান্ডা তেল’ নয়, চিকিৎসকের পরামর্শই হোক স্বাস্থ্যের সঠিক দিশা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে