weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশ : ১০-০৮-২০২৫ ১২:০৪

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার ভাড়া বাসা থেকে ঊর্মি খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ঊর্মি খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের স্ত্রী এবং সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের মেয়ে। ওই দম্পতি হাউজিং এলাকার এফ ব্লকের একটি বাসায় থাকতেন এবং সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের ব্যবসা করতেন।

নিহত গৃহবধূর ভাই আবু সাইদ অভিযোগ করে বলেন, পাঁচ বছর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সঙ্গে ঊর্মির দ্বিতীয় বিয়ে হয়। রানা মাদক সেবন করেন। এ জন্য বেশ কয়েকবার কারাগারেও ছিলেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া–বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারধর ও শ্বাসরোধে ঊর্মিকে হত্যা করা হয়েছে। ভাড়া বাসায় ঊর্মিকে নির্মমভাবে হত্যা করেছেন রানা। ঊর্মির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। থানায় মামলা করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে ঊর্মিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার স্বামী পলাতক। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু