weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুপার টাইফুনে পরিণত হলো ফুং-ওং, লাখ মানুষকে সরিয়ে নিল ফিলিপাইন

প্রকাশ : ০৯-১১-২০২৫ ১৪:৪৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনের দিকে ধেয়ে যেতে থাকা ফুং-ওং সুপার টাইফুনে পরিণত হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে এর গতিপথ বরাবর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রবিবার (৯ নভেম্বর) রাতে প্রচণ্ড শক্তি নিয়ে টাইফুনটি স্থলে উঠে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে ওই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি, ধ্বংসাত্মক ঝড় ও জলোচ্ছ্বাস বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের বিশাল অংশজুড়ে ঝড়ের সতর্কতা সংকেত বাড়ানো হয়েছে। কাতানডুয়ানেস এবং কামারিনেস নর্তে ও কামারিনেস সুরের উপকূলীয় অঞ্চলসহ লুজনের দক্ষিণপূর্বাঞ্চলে সর্বোচ্চ ৫ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী ম্যানিলার মেট্রো ও আশপাশের এলাকাগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

স্থানীয়ভাবে উয়ান নামে পরিচিতি পাওয়া সুপার টাইফুন ফুং-ওং ঘণ্টায় একটানা ১৮৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বইছে, যা দমকা হওয়া আকারে ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। রবিবার স্থানীয় সময় রাতে টাইফুনটি লুজনের মধ্যাঞ্চলীয় প্রদেশ অরোরার উপকূল দিয়ে স্থলে উঠে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সুপার টাইফুন ফুং-ওং এর প্রভাবে ইতোমধ্যে পূর্ব ভিসায়াসের কিছু অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ফিলিপাইনের কোস্ট গার্ডের শেয়ার করা কিছু ছবিতে দেখা গেছে, কামারিনেস সুরের বাসিন্দারা ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে লম্বা, সরু যাত্রীবাহী নৌকায় করে এলাকা ছাড়ছেন, পরে তারা অপেক্ষমাণ ট্রাকে গিয়ে উঠছেন।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, ইতোমধ্যে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সুপার টাইফুন ফুং-ওং আসার মাত্র কয়েকদিন আগে ফিলিপাইনে টাইফুন কালমায়েগির তাণ্ডবে ২০৪ জন নিহত হয়েছেন। কালমায়েগি ভিয়েতনামে গিয়ে হাজির হওয়ার আগে ফিলিপাইনে ধ্বংসযজ্ঞের একটি পথ রেখে যায়। এরপর কালমায়েগি ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলো লণ্ডভণ্ড করে দিয়ে আরও পাঁচজনের প্রাণ কেড়ে নেয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে