weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ইচ্ছা আছে নিউজিল্যান্ডেরও

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

প্রকাশ : ১১-০৮-২০২৫ ১৬:৪৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার (১১ আগস্ট) জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার একই ধরনের ঘোষণার পর অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ল, লিখেছে রয়টার্স।

অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ডও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে সোমবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তিনি জানান, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের মন্ত্রিসভা সেপ্টেম্বরে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে এবং সরকারের সিদ্ধান্তটি জাতিসংঘের অধিবেশনে উপস্থাপন করবে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার আলবানিজ বলেছেন, একটি দ্বি-রাষ্ট্রীক সমাধান, গাজায় অস্ত্রবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক প্রেরণায় অবদান রাখতে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

রাজধানী ক্যানবেরায় মন্ত্রিসভার এক বৈঠকের পর আলবানিজ এ ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অস্ট্রেলিয়া যে প্রতিশ্রুতি পেয়েছে ‘স্বীকৃতি’ তার ওপর নির্ভর করবে, এর মধ্যে অন্যতম হচ্ছে ভবিষ্যৎ রাষ্ট্রে ‘ইসলামি জঙ্গি গোষ্ঠী’ হামাস কোনোভাবে সম্পৃক্ত থাকবে না।

সাংবাদিকদের আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় অনাহার, দুর্ভোগ ও সংঘাত শেষ করার ক্ষেত্রে মানবজাতির সেরা আশা দ্বি-রাষ্ট্রীক সমাধান।

আলবানিজ জানান, তিনি বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং তাকে জানিয়েছেন, (ফিলিস্তিন সমস্যার) একটি রাজনৈতিক সমাধান দরকার, সামরিক না।

গত সপ্তাহে সামরিকভাবে ফিলিস্তিনি ছিটমহল গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তের সমালোচনা করেছেন আলবানিজ। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলিদের আইনি ও নৈতিক বাধ্যবাধকতা মেনে চলার ব্যর্থতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে নেতানিয়াহুর উপেক্ষা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে ‘আরও বাধ্য’ করেছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ শাসন সংস্কার, নিরস্ত্রীকরণ এবং সাধারণ নির্বাচনের প্রতিশ্রতি দেওয়ার পাশাপাশি গাজায় হামাসের শাসনের ইতি ঘটানোর জন্য আরব লীগের দাবিগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে, তারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। পরবর্তীতে নিউ জিল্যান্ডও এ তালিকায় যুক্ত হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার