weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সেরা তিন বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড ও কেমব্রিজের নাম নেই

প্রকাশ : ২০-০৯-২০২৫ ১২:১২

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন থেকে প্রথমবারের মতো ছিটকে পড়েছে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স প্রথম স্থান অধিকার করেছে। এরপর রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৃতীয়।

ইনডিপেন্ডেন্ট লিখেছে, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে; যা এ গাইডের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষালয় দুটিকেই শীর্ষ তিনের বাইরে ঠেলে দিয়েছে।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ ছিল চতুর্থ। গত বছরই লন্ডন স্কুল অব ইকোনমিক্স চতুর্থ স্থান থেকে উঠে প্রথম হয়েছিল, আর সেন্ট অ্যান্ড্রুজ ছিল দ্বিতীয়; যার ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ দুটোই একধাপ নিচে নেমে গিয়েছিল।

পঞ্চম স্থান থেকে তৃতীয়তে উঠে আসা ডারহাম বিশ্ববিদ্যালয়কে এবার ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইডের সম্পাদক হেলেন ডেভিস বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক শীর্ষ দশের তালিকায় ডারহাম এক বছরে দুই ধাপ এগিয়েছে; যা গুরুত্বপূর্ণ অর্জন। আর তাতে গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে প্রথমবার শীর্ষ তিন থেকে অক্সফোর্ড ও কেমব্রিজ ছিটকে পড়েছে।

তিনি বলেন, শিক্ষণের গুণগত মান এবং শিক্ষার্থীর অভিজ্ঞতার উন্নতির ফলে এ বছর প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক পারফরমেন্সের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ইনডিপেন্ডেন্ট লিখেছে, টাইমস ১৯৯৩ সাল থেকে এবং সানডে টাইমস ১৯৯৮ সাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর বিশদ বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করে আসছে। এই র‌্যাঙ্কিং তৈরি হয় শিক্ষণ মান, শিক্ষার্থী অভিজ্ঞতা, ভর্তি মানদণ্ড, গবেষণার গুণমান, টেকসই উন্নয়ন এবং স্নাতকদের কর্মসংস্থানের সম্ভাবনার ওপর ভিত্তি করে।

গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম ও কেমব্রিজ তৃতীয় স্থান পেয়েছে।

লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য ‘বর্ষসেরা বিশ্ববিদ্যালয়’, রাসেল গ্রুপ বা গবেষণাধর্মী ২৪টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘বর্ষসেরা বিশ্ববিদ্যালয়’ এবং স্নাতকদের কর্মসংস্থানের দিক থেকে বর্ষসেরা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে যৌথ রানার-আপও হয়েছে।

নতুন তালিকায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান- ষষ্ঠ-ইম্পেরিয়াল কলেজ লন্ডন, সপ্তম-বাথ বিশ্ববিদ্যালয়, অষ্টম-ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, নবম-ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও দশম-ব্রিস্টল বিশ্ববিদ্যালয়

স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় খুব অল্পের জন্য শীর্ষ দশে ঢুকতে পারেনি, তবে এটি বছরের রানার-আপ বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত হয়েছে।

অঞ্চলভিত্তিক সেরা বিশ্ববিদ্যালয়গুলো হলো- লন্ডনে-লন্ডন স্কুল অব ইকোনমিক্স, উত্তর ও উত্তর-পূর্বে-ডারহাম, পূর্বে-কেমব্রিজ, মিডল্যান্ডসে-ওয়ারউইক, দক্ষিণ-পশ্চিমে-বাথ, দক্ষিণ-পূর্বে-অক্সফোর্ড ও উত্তর আয়ারল্যান্ডে-কুইন’স বেলফাস্ট বিশ্ববিদ্যালয়। 

গুড ইউনিভার্সিটি গাইডের সম্পাদক হেলেন ডেভিস বলেন, আমাদের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রতিযোগিতা বাড়ছে, যার ফলে কিছু নিম্ন-মানদণ্ডের বিশ্ববিদ্যালয় ভর্তি সমস্যায় পড়ছে।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী এখন বাড়ি থেকে যাতায়াত করার সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণেই এ বছর আমরা প্রতিটি অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং বৃত্তি ও আর্থিক সহায়তার জন্য সেরা বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করছি।

ডারহাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ক্যারেন ও’ব্রায়েন বলেন, ডারহাম পড়াশোনার জন্য একটি চমৎকার স্থান। প্রতিটি শিক্ষার্থী যাতে বিকশিত হতে পারে তা আমরা নিশ্চিত করি। আমাদের বিশ্বস্ত ও ক্রিয়াশীল সাবেক শিক্ষার্থীরা প্রমাণ দেয় যে আমাদের গ্র্যাজুয়েটদের জন্য অসাধারণ ক্যারিয়ার অপেক্ষা করছে।

সম্পূর্ণ ফল প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, সানডে টাইমসের ৯৬-পৃষ্ঠার একটি বিশেষ সাময়িকীতে। র‌্যাঙ্কিং জানা যাবে thetimes.com/uk-university-rankings এই লিঙ্কে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে