weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষা মেটাতে গিয়ে ডাকাতিতে জড়িত হলেন যুবক!

প্রকাশ : ২৭-০৭-২০২৫ ১২:৩৬

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) ডিগ্রিধারী এক যুবক চাকরি ছেড়ে বিয়ের কয়েকদিনের মধ্যেই ডাকাতিতে জড়িয়ে পড়েন। স্ত্রীর বিলাসী জীবন যাপনের চাহিদা মেটাতে এই পথ বেছে নিয়েছেন তিনি। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে। পুলিশের জালে সেই ব্যক্তি ধরা পড়ার পর বেরিয়ে আসে এই ঘটনা। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্ত্রীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তিনি ভালো বেতনের চাকরি ছেড়ে ডাকাতির মতো জঘন্য অপরাধের পেশা বেছে নেন।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনার চেন ছিনতাই হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতের পরিচয় জানতে পারে।

পরিচয় মিলতেই শুরু হয় অভিযান। গত শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যুবকের নাম পারিক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক জানান, স্ত্রীর বিলাসী জীবনযাত্রার চাহিদা মেটাতেই তিনি চাকরি ছেড়ে ডাকাতির মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবকের স্ত্রী তাকে অর্থ এবং বিলাসবহুল জীবন যাপনের জন্য চাপ দিচ্ছিলেন। চাপের কাছে নতি স্বীকার করে যুবক একটি বেসরকারি কোম্পানির নির্বাহীর চাকরি ছেড়ে দেন এবং তার স্ত্রীর চাহিদা মেটানোর জন্য অপরাধের পথ বেছে নেন।

ইন্ডিয়া টুডে বলছে, যুবক আরো কোনো অপরাধে জড়িত আছেন কিনা এবং তার অন্য কোনো সহযোগী আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে। এ ছাড়া যুবকের এই অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে স্ত্রী অবগত ছিলেন কিনা তদন্তকারীরা তাও খতিয়ে দেখছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে