হলিউডে ডাক পেয়েছিলেন প্রিন্সেস ডায়ানা
প্রকাশ : ০৭-১০-২০২৫ ১১:১০

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
নব্বই দশকের শুরুতে মুক্তি পেয়েছিল কেভিন কস্টনার ও প্রয়াত হুইটনি হিউস্টন অভিনীত সিনেমা ‘দ্য বডিগার্ড’। এই সিনেমার সিকুয়েলে প্রিন্সেস ডায়ানার সঙ্গে জুটি বেঁধে কেভিন কস্টনারের অভিনয়ের কথা হয়েছিল।
এই ভাবনা ভেবেছিলেন ‘রবিনহুড’ খ্যাত অস্কারজয়ী হলিউডের অভিনেতা, নির্মাতা ও প্রযোজক কেভিন কস্টনার। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর ডায়ানার হাতে সিনেমার চিত্রনাট্যও পৌঁছেছিল। জীবনের নতুন একটি দিগন্ত উন্মোচনের সম্ভাবনা ডায়ানার সামনে হাজির হলেও সেই প্রস্তাবে সায় দেননি তিনি।
এই তথ্য সামনে এনেছে ভ্যানিটি ফেয়ার। ব্রিটিশ রাজপরিবারের সাবেক কর্মচারী পল বারেলেরর লেখা ‘দ্য রয়্যাল ইনসাইডার: মাই লাইফ উইথ দ্য কুইন, দ্য কিং অ্যান্ড প্রিন্সেস ডায়ানা’ বইয়ে এ তথ্য এসেছে। ব্যারেল ছিলেন ডায়ানার বাটলার।
ব্যারেল লিখেছেন, তাকে (প্রিন্সেস ডায়ানা) কেভিন কস্টনারের সঙ্গে ‘দ্য বডিগার্ড টু’ সিনেমায় অভিনয়ের আমন্ত্রণ জানানো হয়েছিল।
বইয়ে আরো লেখা হয়, আমি মিস্টার কস্টনারের ফোনটি তাকে দিলাম এবং তার হাসির শব্দ শুনলাম। আরো শুনলাম তিনি বলছেন, কিন্তু আমি গান গাইতে পারি না! আমার কাছ থেকে আপনি কী আশা করছেন? আমি নিশ্চিত নই কী বলব, তবে হ্যাঁ আমার কাছে এটি (স্ক্রিপ্ট) পাঠান, আমি কথা দিচ্ছি, একবার দেখে নেব।
ব্যারেলের ভাষ্য, চলচ্চিত্র নির্মাতার তার প্রতি আগ্রহ দেখে ডায়ানা খুশি এবং ‘বিভ্রান্তও হয়েছিলেন’। তিনি (ডায়ানা) আমাকে বলেছিলেন, ‘বডিগার্ড টু’ এর স্ক্রিপ্ট তার বাড়িতে পৌঁছেছিল। তবে তিনি পড়েছিলেন কী না তা জানা নেই।
তবে প্রিন্সেস ডায়ানা যে সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তা নিশ্চিত করেছেন ব্যারেল, তিনি বুঝেছিলেন অত্যন্ত চ্যালেঞ্জিং এই প্রকল্পটি কাজটি সম্পূর্ণ অসম্ভব।
কস্টনার এ বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে কথা বলেছেন। ২০২৪ সালে ‘দ্য হাওয়ার্ড শোতে’ ডায়ানার সিনেমায় অভিনয় নিয়ে কস্টনার যা বলেন, সেটি আবার ব্যারেলের বক্তব্যের সঙ্গে মেলে না।
কস্টনারের ভাষ্য, ডায়ানার সঙ্গে অভিনয় করার দারুণ এক সুযোগ এসেছিল আমার জীবনে। ডায়ানা এই চ্যালেঞ্জটি নেওয়ার জন্য অনেক বেশি ‘প্রস্তুত ছিলেন’। ডায়ানা আমাকে বলেন, আমার জীবন বদলে যেতে চলেছে। তিনি আরো বলেন, চুম্বনের কোনো দৃশ্য কি আছে? আমি বললাম, আপনি কি চান এই দৃশ্য থাকুক? তিনি বললেন ‘হ্যাঁ’। তখন আমি বললাম, তাহলে এমন দৃশ্যে আমরা কাজ করব।
১৯৯৭ সালের ৩১ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান ডায়ানা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com