weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাজী সেলিমের অন্যতম সহযোগী ‘পলিথিন মুরাদ’ গ্রেপ্তার

প্রকাশ : ০৬-১০-২০২৫ ১১:০৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অবশেষে গ্রেপ্তার হয়েছেন হাজী সেলিমের অন্যতম প্রধান সহযোগী এবং পুরান ঢাকার চকবাজার থানা ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক মুরাদ ওরফে ‘পলিথিন মুরাদ’। রবিবার (৫ অক্টোবর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানিয়েছে, রবিবার রাত পৌনে ১২টার দিকে রমনা বিভাগের টিম মুরাদকে গ্রেপ্তার করে। 

মুরাদকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তাকে হাজী সেলিমের অবৈধ লেনদেন এবং চাঁদাবাজির মূলহোতা বলে মনে করা হয়। অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ২৯ জুলাই হাজী সেলিমের নির্দেশে মুরাদ তার দলবল নিয়ে ছাত্রদের উপর হামলা চালান। 

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি পলিথিন মুরাদ নামেই বেশি পরিচিত। মুরাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অতীতে বিভিন্ন সময় এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন এবং মিছিল করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে