weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র

প্রকাশ : ১২-১১-২০২৫ ১২:০১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সব জল্পনা আর দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল। এখন থেকে বাড়িতে রেখেই এই বর্ষীয়ান অভিনেতার চিকিৎসা চলবে।

ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেতার শারীরিক পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। চিকিৎসকদের কড়া পরামর্শ অনুযায়ী, আপাতত তিনি নিজ বাসভবনেই থাকবেন এবং সেখানেই তার প্রয়োজনীয় সব চিকিৎসা চলবে।

একই সঙ্গে, অভিনেতার টিম সকলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে, তার শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম গুজব বা ভুয়ো খবর না ছড়াতে। ধর্মেন্দ্র ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকতেও অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ‘হিম্যান’ খ্যাত এই অভিনেতাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অসুস্থতার খবরটি দ্রুত বলিউড পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করে। এর মধ্যেই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লে তা ভক্তদের আরও বেশি বিচলিত করে তোলে।

পরে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে দ্রুত সেই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়। কিংবদন্তি এই তারকার দ্রুত আরোগ্য কামনা করতে এবং তাকে একনজর দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে গিয়েছিলেন বলিউডের অনেক সতীর্থ ও ভক্ত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে