weather ২২.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হোটেলে অমিতাভের দরজায় টোকা দিয়েছিলেন মাইকেল জ্যাকসন

প্রকাশ : ০১-০৫-২০২৫ ২২:০৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
অনেক বছর আগে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। উঠেছিলেন অভিজাত এক হোটেলে। মধ্যরাতে হোটেলে দরজায় হালকা টোকা, দরজা খুলতেই অমিতাভ বচ্চনের চোখ ছানাবড়া! সামনে দাঁড়িয়ে আছেন ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন! স্বপ্ন না বাস্তবেই এমনটি ঘটেছিল। নিজের ঘরের দরজায় এমন কিংবদন্তিকে দেখে অমিতাভ বচ্চনের সেদিন জ্ঞান হারানোর দশা হয়েছিল।

বেশ কিছুদিন আগে ধারণকৃত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আসরে এই চমকপ্রদ স্মৃতির ঝাঁপি খুললেন অমিতাভ বচ্চন, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ডাক্তার অভয় ও রানী বাঙের সঙ্গে আড্ডায়। সেদিন রানী যখন জানালেন, তিনি মাইকেল জ্যাকসনের ভক্ত, তখনই বেরিয়ে এল অমিতাভের মুখে এই অজানা কাহিনী।

অমিতাভ বচ্চনের ভাষ্য, নিউইয়র্কের একটি হোটেলে উঠেছিলাম। এমন সময় দরজায় শব্দ পেলাম। কেউ নক করছেন। দরজা খোলামাত্র দেখি মাইকেল জ্যাকসন দাঁড়িয়ে! আমি তো প্রায় অজ্ঞানই হয়ে যাচ্ছিলাম! জ্যাকসন মিষ্টি করে হেসে অভিবাদন জানিয়ে খুব মিহি গলায় জিজ্ঞেস করেন, আচ্ছা, এটি কি আপনার ঘর? আমি হ্যাঁ বলতেই, তিনি বুঝলেন ভুল ঘরে এসে পড়েছেন। 

ঘটনার এখানেই শেষ নয়। পরে নিজের ঘরে ফিরে মাইকেল একজন সহকারীকে পাঠান অমিতাভের সঙ্গে যোগাযোগ করতে। কারণ, তিনি জানতে চেয়েছিলেন, কার ঘরে তিনি ভুল করে গিয়ে হাজির হয়েছিলেন। অমিতাভ সেই ডাক পেয়ে জ্যাকসনের ঘরে যান, আর শুরু হয়ে যায় গল্প-আড্ডা। সেখান থেকেই শুরু হয় দুই কিংবদন্তির হৃদ্যতা। অমিতাভের কথায়, সেই প্রথম আলাপে আমি দেখেছিলাম, মাইকেল কতটা নম্র, ভদ্র আর মাটির মানুষ ছিলেন, খ্যাতির চূড়ায় থেকেও।

আরেকবার মাইকেল জ্যাকসনের শো দেখতে গিয়েও বিড়ম্বনায় পড়তে হয়েছিল বিগ বি-কে। তিনি বলেন, হোটেলে গিয়ে দেখি, ৩৫০টি কামরার সব কটি বুকড—শুধুই মাইকেল জ্যাকসন এবং তার টিমের জন্য! আমরা অনেক চেষ্টা করে স্টেডিয়ামের একেবারে পেছনে বসার টিকিট জোগাড় করেছিলাম। কিন্তু সেই শো…উফফ, আমি আজও ভুলতে পারি না। এমন এনার্জি, এমন হাততালি, এমন জাদু—সত্যিই অভূতপূর্ব!’

‘কৌন বনেগা ক্রোড়পতি’ এই পর্বের অনুষ্ঠানটি বেশ কয়েক বছর আগে ধারণ করা হলেও সম্প্রতি এর ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান ‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই