weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ মিলিয়ন ডলারের বাড়িতে টেইলর-ট্রাভিসের বিয়ের প্রস্তুতি

প্রকাশ : ২৪-১১-২০২৫ ১১:১৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে গত ২৬ আগস্ট বাগদান সেরেছেন টেইলর সুইফট। এর পর থেকেই বিয়ের দিনক্ষণ জানার জন্য দিন গুনছেন গায়িকার ভক্তরা। কিছুদিন আগে বিয়ে সেরেছেন সুইফটের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন সেলেনা গোমেজ, তখন থেকেই গুঞ্জন, সুইফটও শিগগিরই বিয়ে করবেন। সে গুঞ্জনই সত্যি হচ্ছে, ২০২৬ সালে বিয়ে সারার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন গায়িকা।

মার্কিন অনলাইন গণমাধ্যম ইউএস সানকে একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী গ্রীষ্মেই বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন এই তারকা যুগল। শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবলেও এখন সে পরিকল্পনা থেকে সরে এসেছেন তারা। বরং নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বাড়িটিকেই বিয়ের ভেন্যুতে রূপান্তর করছেন সুইফট।

গায়িকার সূত্রের বরাত দিয়ে ইউএস সান জানিয়েছে, বিয়ে উপলক্ষে বাড়িতে নতুন করে বাগান তৈরি করছেন সুইফট। গ্র্যামিজয়ী এই তারকা বিয়েতে আসা অতিথিদের লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার কথাও ভাবছেন। গায়িকার ঘনিষ্ঠ একজন বলেন, ‘তিনি (সুইফট) চান, বিয়েতে ফুলের সমারোহ থাকুক। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে বিয়ে করার।’

আরো জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড নির্বাচিত করেছেন সুইফট। শুরুতে বলা হয়েছিল, বিয়ের আয়োজন সীমিত পরিসরে করতে চান সুইফট। তবে এখন পরিকল্পনা বদলে বড়সড় আয়োজনের প্রস্তুতি চলছে। জানা গেছে, বিয়েতে ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে।

গায়িকার ঘনিষ্ঠ সূত্রের মতে, ‘সুইফট আয়োজন নিয়ে দোটানায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বুঝেছেন, এত বড় একটা মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে