weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘ইরান আমার মায়ের হাত, ধুলোর মাঝে জুঁইফুলের গন্ধ; ঘুমপাড়ানি গান’

প্রকাশ : ২৩-০৬-২০২৫ ১২:১৯

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশ্ববাসী। উদ্বিগ্ন ইরানি তারকারাও।

নিজের মাতৃভূমি নিয়ে চিন্তিত ইরানি অভিনেত্রী মন্দানা করিমিও। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অনুভূতি জানান এ অভিনেত্রী। 

বর্তমানে ইউরোপে অবস্থানরত এই অভিনেত্রী এক আবেগঘন পোস্টে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমি মেসেজের উত্তর দিচ্ছি, নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করছি। কিন্তু আমি ঠিক নেই। যা করছি নিজের এবং পরিবারের জন্য। কিন্তু প্রতি মুহূর্ত উদ্বেগে কাটছে। কীভাবে ঠিক থাকব, যখন দেখছি শিশুদের মৃত্যু হচ্ছে। শুধু ফিলিস্তিন কিংবা ইরান নয়, গোটা বিশ্বেই মার্কিন হামলা চলছে, অথচ সবাই নীরব।

নিজের পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত অভিনেত্রী আরো লিখেছেন, আমি শান্ত ইউরোপের রাস্তায় হাঁটছি, কিন্তু মনে হয় আমি যেন ভূত। আমার একটি অংশ যেন এখনো ইরানেই রয়েছে— যেখানে মা, ভাই, ভাইপো, ভাইজিরা আছেন। মনে হয় পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো আমাদের বাড়িতেই পড়বে।

মান্দানা করিমি আরো লেখেন, আমাকে ভুল বুঝবেন না। আমরা কেউ মৃত্যুকে ভয় পাই না। কিন্তু নিজের দেশকে চোখের সামনে পুড়তে দেখা, আক্রমণকারীদের প্রশংসা সহ্য করা যেন অসহনীয়। আমার দেশ পুড়ছে অথচ সবাই নীরব। ইরান শুধু কোনো দেশ নয়। ইরান আমার মায়ের হাত, ধুলোর মাঝে জুঁইফুলের গন্ধ, ঘুমপাড়ানি গান। সেই ইরানেরই মৃত্যু হচ্ছে।

বিশ্ববাসীর প্রতি আর্জি জানিয়ে অভিনেত্রী লেখেন, আমি সত্যিই ভালো নেই। তাই চুপ করে বসে থাকবেন না। দয়া করে প্রতিবাদ করুন। আপনারা চুপ করে থাকলে মনে হবে সত্যি কিছু ভুল হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি