weather ৩৭.৩৮ o সে. আদ্রতা ৩৯% , বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’

প্রকাশ : ১২-০৫-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের বিপরীতে ভারতের প্রতিক্রিয়া আরো জোরালো হওয়া উচিত বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা পর মোদির এই বক্তব্য সামনে এল।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে রবিবার (১১ মে) রাতে সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ‘ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা’ (ওদিক থেকে যদি গুলি চালানো হয়, তবে এখান থেকে গোলা ছোড়া হবে)। 

ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের হামলা। এর আগে, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায়। 

ভারতীয় যুদ্ধবিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয়। ভারত মনে করছে, এই হামলার মাধ্যমে পাকিস্তান থেকে সীমান্তে গোলাবর্ষণ ও ড্রোন হামলার জবাব দেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। 

এরপরও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রবিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ‘হটলাইন’ বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশে পাঠানো হয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্‌স’ (ডিজিএমও) পর্যায়ে আলোচনায় বসবেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই ‘বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৮১ ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৮১ ফিলিস্তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে গেলেন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে গেলেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বললো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বললো যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের