weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘কতলের’ পক্ষে নেতার যুক্তি

প্রকাশ : ২৫-০১-২০২৫ ১২:০৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, সবাইকে শুধু আহ্বান জানিয়ে হবে না, প্রয়োজনে মারধর, এমনকি 'কতল' করা লাগবে।

তিনি বলেছেন, 'এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই । এগুলা দাওয়াতে ফেরবে না।' শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন ।

তিনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেসের একজন সদস্য এবং বরিশালের চরমোনাই আহছানাবাদ রাশিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। মোসাদ্দেক বিল্লাহ তার বক্তব্যে বলেন, ‘হাসিনা ভারত সরকারের পুতুল হিসেবে ছিল। তুমি যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কী দোষ। এখন তাদের ফিরিস্তি বাইর হচ্ছে। 

শেখ হাসিনা কত লাখ কোটি টাকা পাচার করছে। তার ছেলে জয়, মেয়ে পুতুল, তার বোন রেহানা লাখ লাখ টাকা পাচার করছে। পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী, ৩০০ এমপি, মন্ত্রী, গুন্ডাপান্ডাসহ সব ভাগছে এদের ভারত আশ্রয় দিছে। তাহলে দেখা গেল, ভারতই এটার সবকিছুর মূলে।

সেসময় অনেকেই শেখ হাসিনার ‘অপকর্মের পৃষ্ঠপোষকত ছিল, সে কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই যে অপকর্মগুলো হলো, আমরাও তো সাপোর্ট করছি। কীভাবে ভোট হয় নাই ধরলাম। ১৪, ১৮, ২৪ এ ভোট হয়নি ধরলাম। তার পরও তো আমাদের ছেলে-পেলেরাই, আমাদের লোকজনরাই এই প্রশাসনের লোকসহ সব জায়গায় তারা এই হাসিনার পেছনে থেকে তার অপকর্মগুলোকে সাপোর্ট করে গেছে।'

এ সময় সবাইকে শুধু 'দাওয়াত' করে পথে আনা যাবে না মন্তব্য করে তিনি বলেন, 'দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে?... (আরবিতে কোরআনের আয়াত উল্লেখ করে) তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন আল্লাহ কেন এই আয়াত নাজিল করল? আল্লাহ জানেন, তার কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল।'

ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘যেসব ইসলামপন্থিরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পূর্ণ কোরআন-হাদিসবিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে। আপনাকে লড়তে হবে প্রয়োজনে।'

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই মহান মে দিবস আজ মহান মে দিবস আজ গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের