‘তান্ডব’ ছবির শুটিং সেটে স্টান্টম্যান মনিরের মৃত্যু
প্রকাশ : ০৪-০৫-২০২৫ ১২:০৩

ছবি : সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
রাজশাহীতে ‘তান্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামে এক স্টান্টম্যান মারা গেছেন। শনিবার (৩ মে) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছবিটির পরিচালক রায়হান রাফী খবরের সত্যতা নিশ্চিৎ করে বলেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।
রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তান্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা। রাফী বলেন, সকালের দিকেই মনির স্ট্রোক করেছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি।
তিনি বলেন, অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। আমরা তার মরদেহ ঢাকায় তার পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।
সহকারী ফাইট ডিরেক্টর ও স্টানম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। অসুস্থ হওয়ার পর মনিরকে হাসপাতালে নিয়েছিলেন নেপালী। তিনি বলেন, সকাল থেকে ভালোই কাজ করছিলেন মনির। সবার সঙ্গে হাসিঠাট্টা, গল্প করছিলেন। আমাদের শট শেষ হয় বিকালের দিকে। তারপর হঠাৎ তার মাথাঘোরা, বমি শুরু হয়েছে। হাসপাতালে নিয়ে যাই, ডাক্তার বললেন, তিনি মারা গেছেন।
মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েকবছর ধরেই স্টানম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তিনি কাজ করছিলেন।
কোরবানির ঈদে ‘তান্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com