weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রিন্স’ সিনেমায় রেকর্ড পারিশ্রমিক শাকিবের, পরিচালক বললেন এটি প্রাপ্য

প্রকাশ : ২৫-০৮-২০২৫ ১৬:৫২

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
জের পরবর্তী সিনেমার নাম ঘোষণা করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ‘প্রিন্স’ শিরোনামের সিনেমায় দেখা মিলবে তার। ইতোমধ্যে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে; যা ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। এরইমধ্যে আলোচনায় উঠে এসেছে সিনেমাটিতে শাকিব খানের পারিশ্রমিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে, এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ (ওয়ান্স আপন অ্যা টাইম)-এর জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন! ঢাকা-কলকাতা মিলিয়ে দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে এতো পারিশ্রমিক আজ পর্যন্ত শাকিব খান ছাড়া কেউ নেননি!

একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিবের তিন কোটি টাকা নেওয়ার ব্যাপারে কথা বলেছেন ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। তিনি বলেন, এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলো চেয়ে রেমুনারেশন (পারিশ্রমিক) বেশি হওয়াটা স্বাভাবিক।

শিরিন সুলতান আরো বলেন, গত কয়েক বছরে শাকিব ভাইয়ের সবগুলো ছবি দেখেছি। তিনি প্রতিটি কাজে নতুনভাবে হাজির হচ্ছেন। ছবিগুলো দেখে তার প্রতি একধরনের ধারণা ছিল। কিন্তু আমরা যখন তাকে প্রিন্স ছবি গল্প শোনাই উনি এক মনোযোগে ৪৫ মিনিটে শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।

শুক্রবার ‘প্রিন্স’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায় ছোট-বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। তাদের মাঝখানে দুহাতে দুটি পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন একজন। যাকে বিশেষভাবে আলাদা করা যাচ্ছে তিনি শাকিব খান। পোস্টার প্রকাশের সঙ্গে জানানো হয়েছে, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের— শহর চিনবে তার আসল নায়ককে।

শাকিবকে নিয়ে ‘প্রিন্স’র মাধ্যমে প্রথমবারের মতো সিনেমা প্রযোজনায় নেমেছে ক্রিয়েটিভ ল্যান্ড। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে নির্মাতার প্রথম সিনেমা, এর আগে তিনি শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু