weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘রেসার’ ব্র্যাড পিটের ‘এফওয়ান’ ঝড় তুলেছে

প্রকাশ : ১২-০৮-২০২৫ ২৩:৫৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউড অভিনেতা ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফওয়ান’ বক্স অফিসে ঝড় তুলেছে। গত ২৭ জুন মুক্তি পাওয়া সিনেমাটি তার ক্যারিয়ারের সব আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী ইতোমধ্যেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৬১ মিলিয়ন মার্কিন ডলার— যা এর আগে ব্র্যাডের কোনো ছবিই স্পর্শ করতে পারেনি।

জোসেফ কোসিনস্কি পরিচালিত বিগ বাজেটের ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ১৭৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজারে ৩৮৪ মিলিয়ন ডলার।

এফওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিল সে। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাকে। একসময়ের প্রতিভাবান রেসার এখন ভবঘুরে আর জুয়াড়ি। নিউইয়র্কে মাঝেমধ্যে তাকে ট্যাক্সি চালাতেও দেখা যায়। কিন্তু স্টিয়ারিং হুইল হাতে পেলে এখনো হয়ে ওঠে বেপরোয়া।

একদিন সনি হেইসের সঙ্গে দেখা করতে আসে তার সাবেক সহকর্মী রুবেন। একটি টিম রয়েছে রুবেনের, কিন্তু ফর্মুলা ওয়ানে বারবার হেরে টিমটি হারিয়ে যাওয়ার পথে। সনিকে সে প্রস্তাব দেয় রেসের মাঠে ফেরার জন্য। তার টিমকে রক্ষা করার জন্য। সনি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত যোগ দেয় র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা সেই টিমে।

টিমে ফিরে অন্যদের তির্যক মন্তব্যের মুখোমুখি হতে হয় সনিকে। আরো এক প্রতিভাবান চালক জশুয়ার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু হেরে যায় না সনি। শেষ পর্যন্ত ছিনিয়ে আনে জয়। এই জয়ের গল্প দিয়েই বক্স অফিসে সাফল্যের গল্প লিখলেন ব্র্যাড পিট।

ছবিটির নির্মাণ খরচ ছিল প্রায় ৩০০ মিলিয়ন ডলার। তবে প্রযোজক ডেভিড লিনার বড় বড় ব্র্যান্ড— যেমন মার্সিডিজ, আইডব্লিউসি, গেইকো, ইএ স্পোর্টস ও এক্সপেন্সিফাই থেকে প্রোডাক্ট প্লেসমেন্টের মাধ্যমে আরো ৪০ মিলিয়ন ডলার যোগ করেন।

এফওয়ান-এর জন্য ব্র্যাড পিট পাচ্ছেন মোটা অঙ্কের প্রায় ৩০ মিলিয়ন ডলার পারিশ্রমিক। এর ফলে এটি তার জীবনের সর্বোচ্চ আয়ের ছবিও হয়ে উঠেছে। এর আগে তার সর্বোচ্চ আয় ছিল ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ (৫৪০ মিলিয়ন), ‘ট্রয়’ (৪৯৭ মিলিয়ন), ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ (৪৭৮ মিলিয়ন) ও ‘ওশানস ইলেভেন’ (৪৫১ মিলিয়ন) ছবিগুলো থেকে।

দীর্ঘ কয়েক দশকের সাফল্যের পরও এই অর্জন নতুন করে প্রমাণ করে, ব্র্যাড পিট হলিউডের অন্যতম বড় তারকাই আছেন। বর্তমানে তার মোট সম্পদ প্রায় ৪০০ মিলিয়ন ডলার।

তবে ২০২৫ সালের সর্বোচ্চ ব্যবসাসফল হলিউড সিনেমার তালিকায় বেশ পিছিয়েই রয়েছে এফওয়ান। এ বছর মুক্তি পাওয়া ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ আয় করেছে এক বিলিয়ন ডলার, ওয়ার্নার ব্রসের ‘আ মাইনক্রাফট মুভি’ ৯৫৫ মিলিয়ন ব্যবসা করেছে। আর গত ২ জুলাই মুক্তি পাওয়া ইউনিভার্সাল পিকচার্সের ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ এ পর্যন্ত আয় করেছে ৭৬৬ মিলিয়ন ডলার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে