weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘হাওয়া’র পর ফের রহস্যঘেরা চরিত্রে নাজিফা তুষি

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ১১:৪৮

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে বাজিমাত করেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। তার চরিত্র ছিল রহস্যের চাদরে মোড়া। ছবিটি শেষ হলেও দর্শকের মনে থেকে গিয়েছিল সেই রেশ। এরপর থেকে অনেকদিন তুষি ছিলেন চুপচাপ। কোথায় হারালেন তিনি, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে।

তবে কিছুদিন আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, কাজেই আছেন তিনি। জানিয়ে রেখেছিলেন, সারপ্রাইজ নিয়ে ফিরবেন। সেই সারপ্রাইজ -এর নামই সম্ভবত ‘আন্ধার’। রায়হান রাফীর নতুন ছবি, যার গল্প ভৌতিক এবং রহস্যময়।

‘আন্ধার’-এর গল্প লিখেছেন দেশের দুই জনপ্রিয় ব্যান্ড তারকা বেজবাবা সুমন ও শাকিব চৌধুরী। শুধু লেখাতেই নয়, প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তারা। জানা গেছে, এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে নাজিফা তুষি যুক্ত হয়েছেন।

তবে এই বিষয়ে সরাসরি মুখ খুলছেন না তুষি। পরিচালক রায়হান রাফীও রহস্যটা জিইয়ে রেখেছেন। তিনি জানান, কয়েক দিনের মধ্যেই বিষয়টি স্পষ্টভাবে জানানো হবে।

ইতোমধ্যে জানা গেছে, ছবির প্রধান চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ। এ ছাড়া থাকছেন চঞ্চল চৌধুরী। অর্থাৎ ‘হাওয়া’র পর আবারো পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে। আর সিয়ামের সঙ্গে এটি হতে যাচ্ছে তুষির প্রথম জুটি বাঁধা।

বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশন চলছে পুরোদমে। শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। মুক্তির সম্ভাব্য সময় আগামী বছরের দুই ঈদ ছাড়া কোনো এক বিশেষ সময়কে ঘির।।

‘আন্ধার’ দিয়ে নাজিফা তুষি আবারও ধরা দেবেন রহস্যে মোড়া এক চরিত্রে। এই অপেক্ষায় এখন দর্শক ও ভক্তরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে