weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের অভিযোগ : সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ : ২৮-০৪-২০২৫ ১৭:৩৭

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
সাবেক এমপি এনামুল হকের বিরুদ্ধে ১৮.০৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (২৮ এপ্রিল) বিকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর তহুরা হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুই হাজার ২৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এনামুল হকের বিরুদ্ধে ১৮.০৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ২২ টি ব্যাংক একাউন্টে  দুই হাজার ২৩৯ কোটি ১৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। 

এদিকে স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে ৭.৯৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার ২ টি ব্যাংক একাউন্টে ১.৭২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।



 পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা