weather ২১.৯৯ o সে. আদ্রতা ৬৪% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাইমের চোখে এ বছরের সেরা ১০ সিনেমা

প্রকাশ : ০৫-১২-২০২৫ ১৭:৩৬

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
চলতি বছরে সেরা ১০টি সিনেমার তালিকা করেছেন চলচ্চিত্র সমালোচক স্টেফানি জাকারেক। তার মতে, এসব সিনেমা তাকে আনন্দ যেমন দিয়েছে তেমনি ভাবনার উদ্রেক করেছে।

নুভেল ভাগ : জঁ-লুক গোদার ‘ব্রেথলেস’ বানিয়েছিলেন ১৯৬০ সালে। ক্রাইম-রোমান্স ধাঁচের সিনেমাটিকে মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়। এই সিনেমার নির্মাণ যজ্ঞ থেকে অনুপ্রাণিত হয়ে রিচার্ড লিংকলেটার বানিয়েছেন নুভেল ভাগ। যেখানে ব্রেথলেস বানানোর পেছনের গল্প তুলে ধরা হয়েছে। ‘ব্রেথলেস’ চিরতরে বদলে দিয়েছিল সিনেমাকে। নুভেল ভাগকে বলা যেতে পারে ব্রেথলেস ও গোদারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার্ঘ্য। 

অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই : রোমান পোলানস্কি কারো কারো কাছে সবচেয়ে বিতর্কিত ও নিন্দিত চলচ্চিত্র পরিচালকদের একজন। একই সঙ্গে তিনি অন্যতম সেরা পরিচালকও। ফ্রান্সের রাজনৈতিক স্ক্যানডাল ‘ড্রেফুস অ্যাফেয়ার’ নিয়ে বানিয়েছেন অ্যান অফিসার অ্যান্ড আ স্পাই। 

ব্লু মুন : কিংবদন্তী গীতিকার লরেঞ্জ হার্টের জীবনীনির্ভর সিনেমা এটি। বুদ্ধিদীপ্ত, কল্পনাপ্রবণ ও হালকা বিষণ্নতার ছোঁয়া লাগানো ব্লু মুন একটি সূক্ষ্ম ও দূরদর্শী প্রতিচ্ছবি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইথান হক। যিনি একটি অনুষ্ঠানে নিজের সম্মান রক্ষার চেষ্টা করতে গিয়ে মদ্যপানজনিত সমস্যা ও মানসিক স্বাস্থ্যের সংকটের সঙ্গে লড়াই করেন।

সেন্টিমেন্টাল ভ্যালু : ড্যানিশ-নরওয়েজিয়ান পরিচালক জোয়াকিম ত্রিয়ের সিনেমাটিকে বলা যায় প্রভাবশালী পারিবারিক ড্রামা। যেখানে অতি নাটকীয়তার বদলে মানসিক সূক্ষ্মতার ওপর জোর দেওয়া হয়েছে।

তালিকায় পরের সিনেমাগুলোর মধ্যে আছে যথাক্রমে পিটার হুজারস ডে, রুফম্যান, সিনারস, দ্য মাস্টারমাইন্ড, কিল দ্য জকি এবং ওয়ান অব দেম ডেইস।

ওয়ান অব দেম ডেইস : টাকাপয়সাহীন অবস্থায় আছেন? এ কাতারে আপনি একা নন। যেমন এই সিনেমায় আপনার প্রতিনিধি বলা চলে কিকে পামার ও এসজেডএ’কে। যারা বছরের সবচেয়ে প্রাণচঞ্চল ও মজার কমেডিগুলোর একটিতে অভিনয় করেছেন। অ্যাপার্টমেন্টের দেড় হাজার ডলার ভাড়া শোধ করতে তাদের একদিনের সময়সীমা দেওয়া হয়। এই অর্থ সংগ্রহ করতে গিয়ে সামনে আসে মজার কিছু ঘটনা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন ভারতকে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ দিবে রাশিয়া: পুতিন শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে শারীরিক অবস্থা ঠিক থাকলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ ছুটির দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে ছিল ২ চিরকুট সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে